'পিপলস চ্যাম্পিয়ান' নামে খ্যাত বিপুল জনপ্রিয় পেশাদার রেসলার 'দ্য রক'। চোখ বন্ধ করে তাঁকে সকলেই চেনেন। কেবল রেসলিং প্রেমিরাই নন, চেনেন সিনেমা প্রিয় মানুষেরাও। কেননা একাধিক সিনেমায় নায়ক-ভিলেন উভয় রূপেই অভিনয় করেছেন তিনি। কিন্তু এ কী শোনা যাচ্ছে? পল ওয়াকারের মতই দুর্ঘটনায় মারা গিয়েছেন রক? অন্তত গতকাল থেকে ফেসবুক ও কিছু অনলাইন মিডিয়ায় এমনই সংবাদ উড়ে বেড়াচ্ছে।
গতকাল প্রকাশিত সেইসব ও ফেসবুক পোষ্টে বলা হয় ১২ ই এপ্রিল ৪১ বছর বয়েসী জনপ্রিয় অভিনেতা ও সাবেক পেশাদার রেসলার দ্য রক নিউ জিল্যান্ডে সিনেমার শুটিংকালে নিহত হয়েছেন। কাউরি পর্বতে শুটিংয়ের একটি অংশে দ্য রক প্রায় ৬০ ফুট ওপর থেকে পড়ে যান। ২০১৪ এর ১২ এপ্রিল স্থানীয় সময় ভোর সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়। আরো জানানো হয়, নিউ জিল্যান্ডের পুলিশ বিভাগ এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়নি।
অর্থাৎ রক নিহত হয়েছেন- এমনই এক খবর ছড়িয়েছে ফেসবুকসহ বিভিন্ন সংবাদমাধ্যম। তবে সুখের বিষয় এই যে, অবশেষে প্রমাণিত হয়েছে যে পুরোটাই মিথ্যা গুজব। এটি ফেসবুকের একটি অ্যাপসের মুখোশ ধরে স্ক্যাম হিসেবে ছড়িয়ে পড়েছে। রক তার মৃত্যুর খবর না পেলেও ইনস্ট্যাগ্রামে ব্যায়ামরত অবস্থায় তাঁর ছবি দিয়েছেন। আর তাতেই নিশ্চিত হওয়া গিয়েছে যে তিনি ভালো আছেন ও সুস্থ আছে।
গতকাল যা হয়, ফেসবুক ব্যবহারকারীরা হঠাৎ করেই ভয়ঙ্কর একটি পোস্টে খবর পান যে, তাদের প্রাণপ্রিয় দ্য রক 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭' সিনেমার শুটিংয়ের সময় এক দুর্ঘটনায় মারা গিয়েছেন। কিছুদিন আগে এই সিনেমার আরেক চরিত্রে রূপদানকারী পল ওয়াকারের মৃত্যুর ঘটনার শোক না কাটতেই দ্য রকের মৃত্যুর সংবাদে অনেকে ভীষণ আঘাত পেয়েছেন।
জনপ্রিয় সেলিব্রিটিদের এমন হঠাৎ মৃত্যুর মিথ্যা খবর এর আগেও ছড়ানো হয় স্ক্যামের মাধ্যমে। এটি সবাই ফেসবুকে অ্যাপস আকারে পেয়ে থাকে। এর আগেও যেসব সেলিব্রিটিরা সুস্থ-সবল অবস্থায় নিজেরাই নিজেদের মৃত্যুর সংবাদ পেয়েছেন তাদের মধ্যে বিল কসবি, রবার্ট প্যাটিনসন, ডেনজেল ওয়াশিংটন, জাস্টিন বিবার এবং লেডি গাগা আছেন। এর আগে একবার নিজের মৃত্যুর খবরকে মিথ্যা প্রমাণ করতে ক্যামেরার সামনে আসতে হয়েছিল অস্কার বিজয়ী অভিনেতা মরগান ফ্রিম্যানকে।
সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস
 
Top