কেট উইন্সলেট, ket winslat
খ্যাতির যেমন ইতিবাচক বিষয় আছে, তেমনি আছে অনেক নেতিবাচক দিকও। সেই নেতিবাচকতাকে দূরে ঠেলতে হলিউড থেকে যতটুকু সাহায্য প্রত্যাশা করেছিলেন সেটুকু পাননি কেট। সম্প্রতি সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অস্কারজয়ী এই তারকা।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী কেট বলেন, “খ্যাতির সঙ্গে মানিয়ে নিতে আমি আরো বেশি সহায়তা চেয়েছিলাম। কিন্তু সে ব্যাপারে হলিউড আমাকে সহায়তার হাত বাড়িয়ে দেয়নি। বরং বিভিন্ন বিষয়ে হলিউড আমাকে একের পর এক আহত করেছে। শুরুর দিনগুলোতে আমি আরো বেশি সমর্থন চাইছিলাম। সেসময়কার পথচলা সত্যিই অনেক কঠিন ছিল।”
মাত্র ১৯ বছর বয়সেই হলিউড জীবন শুরু করেন কেট উইন্সলেট। ১৯৯৪ সালে কেট অভিনীত ‘হেভেনলি ক্রিয়েচারস’ ছবিটি মুক্তি পায়। এর তিন বছরের মাথায় ১৯৯৭ সালে ‘টাইটানিক’ ছবিটি দিয়ে বিশ্বজোড়া খ্যাতি পান বৃটিশ এই অভিনয়শিল্পী। একবার অস্কার জয়ের পাশাপাশি মোট ছয়বার অস্কারে নমিনেশন পেয়েছেন তিনি।
২০০৮ সালে ‘দ্য রিডার’ ছবির জন্য অস্কার পান কেট।
 
Top