Azizul hakim, আজিজুল হাকিম
বাংলাদেশের টিভি নাটক ও মঞ্চ অভিনয়ে একজন সফল অভিনেতা আজিজুল হাকিম।  মঞ্চে অভিনয় দিয়ে  শুরু করলেও টিভি নাটকে বেশ জনপ্রিয়তা পান আজিজুল হাকিম। তাঁর  সহধর্মিণী জিন্নাত হাকিম একজন সফল নাট্যকার।


অভিনয়ে আগমন
মঞ্চে আজিজুল হাকিমের শুরুটা হয়েছিল নাটকের দল আরণ্যক দিয়ে। সময়টা ১৯৭৭ সাল। প্রথম অভিনয় ওরা কদম আলী নাটকে। তারপর আর থেমে থাকেননি। একে একে আরণ্যকের দর্শকপ্রিয় প্রযোজনা -ওরা আছে বলেই, ইবলিশ, নানকার পালা, গিনিপিগ, সমতট, করিওলেনাস প্রভৃতি নাটকে অভিনয় করেন। মঞ্চে তাঁর শেষ অভিনীত নাটক জয়জয়ন্তী। ১৯৯৮ সালের পর মঞ্চে আর নিয়মিত দেখা যায়নি তাঁকে।

মঞ্চে উল্লেখযোগ্য চরিত্র
  • গিনিপিগ নাটকের – ‘রাজা’
  • আগুনমুখা- ‘অরুণ’
  • ইবলিশ- ‘তালবে এলেম’
  • সমতট- ‘ছোট ভাই’
 
উল্লেখযোগ্য মঞ্চ নাটক
  • পায়ের আওয়াজ পাওয়া যায়
  • আইটিআইয়ের- লোক সমান লোক
  • ঢাকা পদাতিকের -তালপাতার সেপাই
  • পদাতিক নাট্য -সংসদের মা,
  • ঢাকা থিয়েটারের -শকুন্তলা,
  • কীর্তনখোলা।
 
Top