আগামীকাল চ্যানেল নাইনে রাত ১১টা ৪৫ মিনিটে প্রচারিত হবে সাপ্তাহিক লাইভ স্টুডিও কনসার্ট ‘লাইভ মিউজিক জংশন’। বাংলা বছরের শুরুতে নতুন আঙ্গিকে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। আগের চেয়ে অনুষ্ঠানের পরিসরও বাড়ছে।
সাইফ উদ্দিন রিফাতের প্রযোজনায় অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হয়ে আসছে ‘ব্যান্ড ধারক’। দলটির সদস্যরা দর্শকদের সরাসরি গান শোনাবেন। অনুষ্ঠানে ব্যান্ড ধারকের নিজস্ব গানের পাশাপাশি জনপ্রিয় গানও পরিবেশন করবেন।
 
Top