মুমতাহিনা টয়া তরুন প্রযন্মের তারকা মডেল,
অভিনেত্রী। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০-এর ৫ম হন তিনি। পুরো নাম
মুমতাহিনা চৌধুরী টয়া। ডাকনাম টয়া। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতা সম্পন্না মডেলিং ও
অভিনয়ের পাশাপাশি পড়াশুনা করছেন ইস্টার্ণ ইউনিভার্সিটির বিবিএ-তে।
টয়া অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো
জন্ম
২৪ এপ্রিল, ১৯৯১ সালে রাঙ্গামাটিতে জন্মগ্রহন করেন।
ব্যক্তিগত জীবন
নোয়াখালীর মেয়ে টয়া। তবে জন্মসূত্রে বেড়ে ওঠা প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা রাঙ্গামাটিতে। সে দু’বোনের মধ্যে ছোট।
কর্ম জীবন
তিনি পুরোদস্ত অভিনেত্রী ও মডেল। রুমানা রশিদ ঈশিতার
পরিচালনায় ‘অদেখা মেঘের কাব্য’ নাটকে অভিনয়ের মাধ্যেমে অভিনয়ের জীবন শুরু।
এরপর কয়েটি ধারাবাহিক নাটক, টেলিফিল্ম অভিনয় করছেন তিনি। তার অভিনীত
প্রথম টেলিফিল্ম ‘বাহিনী’। ‘লা লিভি’ পোষাক ব্রান্ডের ক্রিকেটার সাকিব আল
হাসানের সাথে ব্রান্ড এমবিসেডর তিনি।
টয়া অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো
- হনেষ্টি ইজ দি বেষ্ট পলিসি
- দি ফাইনাল চ্যাপ্টার
- আত্মসাৎ
- টো টো কম্পানির ম্যানাজার
- আমাদের শার্লক হোমস