হলিউডের অভিনেতা জনি ডেপ। ব্যতিক্রমধর্মী অভিনয় এবং অভিব্যক্তি দিয়ে হয়েছেন বহু
নারীর কাঙ্ক্ষিত পুরুষে। কিন্তু ঘরেই বা কতখানি জনপ্রিয় এই তারকা, নিজের
সন্তানদের কাছেই বা কতটুকু আকর্ষণীয় এই তারকা?
সম্প্রতি জনি ডেপ জানিয়েছেন তার নিজের মেয়েই তাকে আকর্ষণীয় বলে মনে করে না। সম্প্রতি এক ইন্টারভিউতে জনি তার মেয়ে লিলি রোজ সম্পর্কে এ কথা বলেন।৫০ বছর বয়সী জনির ১৪ বছর বয়সি লিলি রোজ নামে এক মেয়ে ও জ্যাক নামে ১১ বছর বয়সি ছেলে আছে।
ইন্টারভিউতে জনি বলেন, তিনি পঞ্চাশে পা দেওয়ার পর ঠাণ্ডা ও ধীরস্থির একজন বাবা হিসেবে নিজেকে দেখছেন। তবে মাঝে মাঝে অবশ্য নিজেকে তার মেয়ের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও আবিষ্কার করেন।
বড় মেয়ে সম্বন্ধে জনি বলেন, "রোজ খুবই মেধাবি শিশু। সে খুবই সংবেদনশীল ও বুদ্ধিমান।"
সম্প্রতি জনি তার দুই সন্তানের পাশাপাশি আরও ১০০ সন্তান নেওয়ার আশা প্রকাশ করে সবার দৃষ্টি আকর্ষণ করেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
সম্প্রতি জনি ডেপ জানিয়েছেন তার নিজের মেয়েই তাকে আকর্ষণীয় বলে মনে করে না। সম্প্রতি এক ইন্টারভিউতে জনি তার মেয়ে লিলি রোজ সম্পর্কে এ কথা বলেন।৫০ বছর বয়সী জনির ১৪ বছর বয়সি লিলি রোজ নামে এক মেয়ে ও জ্যাক নামে ১১ বছর বয়সি ছেলে আছে।
ইন্টারভিউতে জনি বলেন, তিনি পঞ্চাশে পা দেওয়ার পর ঠাণ্ডা ও ধীরস্থির একজন বাবা হিসেবে নিজেকে দেখছেন। তবে মাঝে মাঝে অবশ্য নিজেকে তার মেয়ের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও আবিষ্কার করেন।
বড় মেয়ে সম্বন্ধে জনি বলেন, "রোজ খুবই মেধাবি শিশু। সে খুবই সংবেদনশীল ও বুদ্ধিমান।"
সম্প্রতি জনি তার দুই সন্তানের পাশাপাশি আরও ১০০ সন্তান নেওয়ার আশা প্রকাশ করে সবার দৃষ্টি আকর্ষণ করেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস