মেরিলিন মনরো
বিখ্যাত অভিনেত্রী মেরিলিন মনরোকে মনে আছে নিশ্চয়ই? হাজারো পুরুষের হৃদয়হরণ কারী, আজও তিনি এক স্টাইল আইকন।
তিনি আজও যে কতটা বিখ্যাত তা প্রমাণ করে দিল তারই ব্যবহৃত এক জোড়া কানের দুল। সম্প্রতি নিলামে উঠল মনরোর এই কানের দুল যা শেষ পর্যন্ত বিক্রি হয় ১ লক্ষ ৮৫ হাজার ডলারে।
জুলিয়ান্স অকশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ১৯৫৫ সালে মেরিলিন মনরো এই কানের দুল জোড়া পড়েই ‘দ্য রোজ ট্যাটু’ ছবির প্রমিয়ারে এসেছিলেন।
 
Top