২০০৮ সালের লাক্স-চ্যানেল আই
সুপারস্টার-এর প্রথম রানার-আপ ইশানা। এরপর থেকে জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী
হয়ে উঠছেন। পুরো নাম মৌনিতা খান ইশানা।
কর্মজীবন
অল্পসময়েই তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠছেন তার অভিনয়শৈলীর দক্ষতায়। এই পর্যন্ত
বেশ কয়েকটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। তার করা উল্লেখযোগ্য বিজ্ঞাপনের
মধ্যে রয়েছে ফেয়ার এ্যান্ড লাভলি, ম্যানস একটিভ, পেনাসনিক, বাংলা লায়ন,
মাম স্ন্যাক টি প্রভৃতি। এছাড়া বেশ কয়েকটি নাটকে অভিনয় করছেন তিনি। তার
অভিনীত প্রথম টেলিছবি ‘পৃথিবী
জন্ম
১৬ ডিসেম্বর ১৯৮৯ সালে কুমিল্লা শহরের মনোহরপুরে।
ব্যক্তিগত জীবন
তার বাড়ি কুমিল্লা শহরের মনোহরপুরে। সংস্কৃতিমনা পরিবার। মা নীলিমা ইসলাম
শিক্ষা জীবনে ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের মহিলা সম্পাদিকা নির্বাচিত
হয়েছিলেন। তিনি গান করতেন। বাবা মাহবুব আলম খান পেশায় একজন ব্যবসায়ী হলেও
তিনিও এক সময় বিভিন্ন নাট্য সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। ছোট ভাই আজহার
নামকরা ক্রিকেটার ছিলেন, সন্ত্রাসীদের হাতে তাকে অকালে প্রাণ দিতে হয়েছে।
কর্মজীবন
তার অভিনীত উল্লেখযোগ্য নাটক
১. নির্বাক ভালোবাসা
২. আকাশ নীলা
৩. সম্পর্ক
৪. ভালোবেসে যেও
৫. আকাশেন নীচে মানুষ
৬. সীমানা পেরিয়ে
৭. তাল বেতাল
৮. ফিরিয়া দিলাম পৃথিবী
৯. ওয়ানটেস্ট
১০. ক্ষণিকালয়
১১. জেনারেশন নেক্সড ডট
১২. দুরত্ব বজায় রাখুন
১৩. রেড লাইন
১৪. অন্ধ তীরন্দাজ