Farjana riya choudhury, ফারজানা রিয়া চৌধুরী, riya, রিয়া
রিয়া  মডেল, নৃত্যশিল্পী, উপস্থাপিকা এবং অভিনেত্রী। অভিনয়ের চেয়ে মডেলিং এবং নৃত্যে স্বছন্দবোধ করেন তিনি। ১৯৯২ সালে কোকলা বিস্কুট-এর বিজ্ঞাপনে প্রথম মডেলিং করেন রিয়া। রিয়া নামে সুপরিচিত হলেও তার পুরো নাম ফারজানা রিয়া চৌধুরী।


ব্যক্তিগত জীবন
তার বাবা জহুরুল হক চৌধুরী। ২০০৮ সালে মিনহাজ নামের একজন বৈমানিককে বিয়ে করেছিলেন রিয়া। এরপর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ২০১৩ সালের মার্চে আমেরিকা প্রবাসী সফটওয়ার ইঞ্জিনিয়ার ইভান চৌধুরীকে বিয়ে করেন।
 
Farjana riya choudhury, ফারজানা রিয়া চৌধুরী, riya, রিয়া কর্মজীবন
ছোটবেলা থেকে নাচের সাথে সম্পর্কযুক্ত রিয়া। বুলবুল একাডেমিতে নাচের শিক্ষক হিসেবে ছিলেন। বাংলাভিষনে প্রচারিত ‘নাচো বাংলাদেশ নাচো’ নৃত্য প্রতিযোগীর বিচারক রিয়া। মডেলিং-এ তিনি বেশ স্বছন্দবোধ করেন। বিভিন্ন সময় পেইলাক পেইন্টস, হাঁসমার্কা নারিকেল তেল, মেরিল ভেসলিনসহ বেশ কটি বিজ্ঞাপনে মডেল হয়ে দর্শকনন্দিত হয়েছেন রিয়া। এছাড়া বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’-এর উপস্থাপনা শুরু করেন রিয়া। নাটক তিনি বেছে বেছে করেন। হাতেগোনা কয়েকটা নাটকে অভিনয় করছেন রিয়া।
 
রিয়া অভিনীত নাটকগুলো
১. খেলা খেলা সারাবেলা
২. মেট্রোপলিটন
৩. কাগোজের নৌকা
৪. নেকি
 
Top