লামিয়া মিমো ‘সুপার হিরো সুপার হিরোইন’
প্রতিযোগিতার বিজয়িনী। তিনি চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দায় সমান তালে
নাটক করে থাকেন। ১৭ই সেপ্টেম্বর তার জন্মদিন।
ব্যক্তিগত জীবন
এই তারকা বিয়ে করেন সাংবাদিক, নাট্যকার, পরিচালক ও অভিনেতা এমএস রানাকে।
মিমো ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ইংরেজীতে অনার্স করছেন। এমএস রানা
পেশায় সাংবাদিক ও নাট্যকার।
কর্মজীবন
বেশ অল্পদিনে ছোট ও বড় পর্দায় বেশ জনপ্রিয় এই তারকা। বেশ কয়টি নাটক এবং চলচ্চিত্র করেছেন তিনি।
তার অভিনীত কয়েকটি নাটক
১. আমি কি ভুলিতে পারি
২. রেড ড্রাগন
৩. জলছবি
৪. টো টো কোম্পানি
৫. গ্রেট মিসটেক
৬. মেট্রোলাইফ
৭. খেলা
৮. চেনা পথ অচেনা গলি
৯. বিষে বিষক্ষয় ইত্যাদি
চলচ্চিত্র
১. শতরূপে শতবাদ
২. পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী
৩. এক জবান
৪. কিং খান