সানি লিওন
সানি লিওন
কদিন আগেই মুক্তি পেয়েছে সানি লিওনের নতুন ছবি ‘মাস্তিজাদে’র ট্রেলার। ট্রেলার দেখেই বোঝা গেছে ছবিটা সেক্স কমেডি নির্ভর। তবে সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির পুরো ট্রেলার। সেখানে একটি দৃশ্যে দেখা যাচ্ছে নগ্ন সানিকে।  ইউটিউবে রিলিজ ‘মাস্তিজাদে’-র ট্রেলারে সানিকে খুবই বোল্ড ও সেক্সি দেখিয়েছে। একটি দৃশ্যে তাকে জামাকাপড় ছাড়াই দেখা গিয়েছে। ৩ মিনিট ৪১ সেকেন্ডের ওই ট্রেলার থেকেই স্পষ্ট সানি হট অবতারে নিজেকে আগের সিনেমার থেকেও ছাপিয়ে গিয়েছেন।  ছবিতে সানির সঙ্গে দেখা যাবে তুষার কাপূর ও বীর দাসকে। ক্যামিও রোলে রয়েছেন রীতেশ দেশমুখ। আগামী বছরের ২৯ জানুয়ারি মুক্তি পাবে মস্তিজাদে।

 
Top