আরেফিন শুভ, arefin shuvo
অভিনেতা আরেফিন শুভ 'কিস্তিমাত' ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। জানা গেছে, ঘোড়ায় চড়ে শুটিং করার সময় রাস্তায় থামানো ট্রাকের সঙ্গে ঘোড়ার ধাক্কা লাগলে পায়ে আঘাত পান তিনি। কিস্তিমাত ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন শুভ। ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান। গত বৃহস্পতিবার রাজধানীর রামপুরার আফতাব নগরে এলাকায় ওই ঘটনা ঘটে। পরে শুভকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। উল্লেখ্য যে গত বছরও শুটিং এর সময় মারাত্মক আহত হয়েছিলেন তিনি এবং অস্ত্রোপচারও করাতে হয়েছিল। শুক্রবার বিকেলে শুভ জানান, তিনি ডান পায়ের হাঁটুতে ব্যথা পেয়েছেন। হাসপাতালে আসার পর তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁকে সপ্তাহ দুয়েক পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুভ বলেন, "ঘোড়াটি সিনেমার শুটিংয়েই ব্যবহার করা হয়। কিন্তু শুরু থেকেই ঘোড়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে।"
 
Top