২০১২ সালের ৯ ডিসেম্বর পুরান ঢাকায় দর্জি বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যার দৃশ্য দেখে অাঁতকে উঠেছিল পুরো জাতি। রাজনৈতিক ঘটনার বলি ১৭ বছরের সেই তরুণের মৃত্যুর ঘটনা নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'টিয়ার্স ইজ নট এনাফ' নির্মিত হয়েছে।
এটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা নাহিদ হাসনাত। ৬ মিনিটের এ চলচ্চিত্রে বিশ্বজিতের পাওয়া-না পাওয়ার কিছু কথা উঠে এসেছে। এতে বিশ্বজিৎ চরিত্রে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র সাফওয়ান মাহমুদ।
তিনি বলেন, "কাজটি করতে গিয়ে মনে হয়েছে, দেশের যে পরিস্থিতি তাতে আমরা সবাই যে কোনো মুহূর্তে এ ধরনের হামলার শিকার হতে পারি। যখন সংলাপগুলো বলছিলাম, তখন মনে হচ্ছিল চোখের সামনে দৃশ্যগুলো ঘটে চলছে।"
নর্থ সাউথ ইউনিভার্সিটি আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সেরা ছবির স্বীকৃতিও লাভ করেছে 'টিয়ার্স ইজ নট এনাফ'। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নটর ডেম কলেজের নাট্যোৎসব, মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমিসহ বেশ কয়েকটি প্রদর্শনীতে ছবিটি ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই মূলত ছবিটি তৈরি করেছেন বলে নির্মাতা অভিমত ব্যক্ত করেছেন। আর কেউ যাতে এ ধরনের ঘটনার শিকার না হন, সরকারের প্রতি তিনি সে আহ্বানও জানিয়েছেন।
Related Posts
ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ কর্মশালা
ডিজিটাল সিনেমা নির্মাণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট। কর্মশালা চলবে ১৬ মে থে[...]
Apr 19, 2014পথ শিশুদের নিয়ে চিত্রনায়ক শিপনের - পথেরকলি
চলচ্চিত্র জগতে তার পদার্পণ নবীন পরিচালক সৈকত নাসিরের হাত ধরে। তবে খুব অল্প সময়েই প্রথম সিনেমা [...]
Apr 19, 2014মুক্তি পেছাল শাকিব ও আঁচলের "ফাঁদ - The Trap" সিনেমা
বাংলাদেশি চলচ্চিত্র জগতে নতুন মুখ আঁচল। ইতোমধ্যেই বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দশকের চোখে পড়তে [...]
Apr 19, 2014অনন্ত জলিলের অজানা তথ্য
গতকাল ছিল এদেশের অন্যতম বিখ্যাত ও জনপ্রিয় নায়ক অনন্ত জলিলের জন্মদিন। তাঁর ভক্ত ও গুণগ্রাহীর যেমন অ[...]
Apr 18, 2014জোর করে ভালোবাসা পাওয়া যায় না: কল্যাণ
টিভি নাটক এবং বিজ্ঞাপনচিত্রে সাফল্যের পর চলচ্চিত্র অঙ্গনেও পা রেখেছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় মড[...]
Apr 18, 2014সাইমন ও পরীমনির 'রানা প্লাজা' সেন্সরে
সাভারের রানা প্লাজা ট্রাজেডি নিয়ে নির্মাণ করা হয় 'রানা প্লাজা' সিনেমাতি। তবে খবর হল সিনেমার কা[...]
Apr 16, 2014