২০১২ সালের ৯ ডিসেম্বর পুরান ঢাকায় দর্জি বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যার দৃশ্য দেখে অাঁতকে উঠেছিল পুরো জাতি। রাজনৈতিক ঘটনার বলি ১৭ বছরের সেই তরুণের মৃত্যুর ঘটনা নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'টিয়ার্স ইজ নট এনাফ' নির্মিত হয়েছে।
এটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা নাহিদ হাসনাত। ৬ মিনিটের এ চলচ্চিত্রে বিশ্বজিতের পাওয়া-না পাওয়ার কিছু কথা উঠে এসেছে। এতে বিশ্বজিৎ চরিত্রে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র সাফওয়ান মাহমুদ।
তিনি বলেন, "কাজটি করতে গিয়ে মনে হয়েছে, দেশের যে পরিস্থিতি তাতে আমরা সবাই যে কোনো মুহূর্তে এ ধরনের হামলার শিকার হতে পারি। যখন সংলাপগুলো বলছিলাম, তখন মনে হচ্ছিল চোখের সামনে দৃশ্যগুলো ঘটে চলছে।"
নর্থ সাউথ ইউনিভার্সিটি আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সেরা ছবির স্বীকৃতিও লাভ করেছে 'টিয়ার্স ইজ নট এনাফ'। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নটর ডেম কলেজের নাট্যোৎসব, মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমিসহ বেশ কয়েকটি প্রদর্শনীতে ছবিটি ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই মূলত ছবিটি তৈরি করেছেন বলে নির্মাতা অভিমত ব্যক্ত করেছেন। আর কেউ যাতে এ ধরনের ঘটনার শিকার না হন, সরকারের প্রতি তিনি সে আহ্বানও জানিয়েছেন।