বলিউডের আক্ষরিক বানিজ্যিক ছবি ‘দিলওয়ালে’। ছবিটি ব্যপক ব্যবসা করায় অনেকেই বলছেন শুধুমাত্র অর্থ উপার্জনের উদ্দেশ্যে নির্মিত সাহিত্যের মতো হয়েছে ছবিটি। এই ছবির অভিনেতা শাহরুখ খান বলেন, সিনেমাটি অন্য কিছু থেকে ধার করা কৃত্রিম সিনেমা নয়। কোন দর্শন যদি সাহিত্যের মতো কাল্পনিক কিছু দেখতে চান, তাহলে তাদের ‘ফ্যান’ ছবিটির জন্য অপেক্ষা করতে হবে।  শাহরুখের ভাষায়, ‘আপনি যদি সিনেমায় নতুনত্ব চান, তবে আপনাকে ‘ফ্যান’ ছবিটি দেখতে হবে। এটি একটি ভিন্ন ধারার চলচ্চিত্র। প্রকৃত অর্থে ক্রিসমাস উৎসবে মুক্তি দিয়ে ব্লকব্লাস্টার হিট করার চিন্তা থেকে তৈরি করা হয়নি ছবিটি’।  মণীশ শর্মা পরিচালিত ‘ফ্যান’ ছবিতে শাহরুখ খানের চরিত্রের নাম গৌরব, যে নাকি সত্যিকার সুপারস্টার অভিনেতা শাহরুখের ভক্ত। অভিনেতা ও নির্মাতা মনে করেন, সিনেমার গল্পটি বলার মধ্যে উপন্যাসের কাহিনী বলার মধ্যে একটি মিল আছে। আপনার কাছে যদি বলার মতো কোন গল্প না থাকে, তাহলে আপনাকে একটি বিষয় বেছে নিতে হবে। যে বিষয়টি হৃদয় ছুঁয়ে যাবে দর্শকদের।
 
Top