গাড়ি চাপা মামলা থেকে তেরো বছর পর মুক্তি পেয়েছেন বলিউডের সালমান খান। তার মুক্তিতে বিটাউনের সবাই আর ভক্তরা খুশি হলেও অনেকে বাঁকা চোখেই দেখছেন বিষয়টি। আর তাই তো আবারো সেই মামলা নিয়ে বিপাকে পরতে পারেন এই অভিনেতা।  আর মহারাষ্ট্র সরকারের একটা সিদ্ধান্তে আবারো বিপাকে ফেলতে পারে সালমানকে। গাড়ি চাপা দিয়ে হত্যা মামলা নিয়ে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে মহারাষ্ট্র সরকার। বোম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। সরকারের তরফে আবেদনকারী অভিনন্দন ভাগ্যানি হাইকোর্টকে জানিয়েছেন, এ বিষয়ে খুব শীঘ্রই সুপ্রিম কোর্টে একটি স্পেশ্যাল লিভ পিটিশন (এসএলপি) দাখিল করতে চলেছেন তারা।  গত মে মাসে নিম্ন আদালত রায় দিয়ে দোষী সাব্যস্ত করেছিল সলমনকে। সেই সঙ্গে পাঁচ বছরের জেলও হয় তার। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন সালমান। আর তার পরই আসে স্বস্তি। গত ১০ ডিসেম্বর হাইকোর্ট তার রায়ে এই মামলা থেকে মুক্তি দেয় বলিউডের এই জনপ্রিয় অভিনেতাকে।  এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন নিখিল ওয়াগলে নামে এক সাংবাদিক। সেই মামলার শুনানি চলার সময় বিচারপতি অভয় ওকা এবং গৌতম পটেলের বেঞ্চকে ভাগ্যানি জানিয়েছেন, রাজ্যের আইন এবং বিচারবিভাগীয় দফতর ওই এসএলপি-তে সায় দিয়েছে। আর কয়েক দিনের মধ্যেই তা সুপ্রিম কোর্টে জমা পড়বে।
 
Top