২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল খেতাব
জেতেন রাজশাহীর হাসিন রওশন জাহান। মিডিয়ায় তার যাত্রা শুরু হয় নাটকে
অভিনয়ের মাধ্যমে। পাশাপাশি বেশ কিছু পণ্যের মডেল হয়ে উঠে আসেন লাইমলাইটে।
হাসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করেছেন।
খুব অল্প সময়ের মধ্যেই পর পর তিনটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন হাসিন। অভিনয় করেন রাজিবুল ইসলাম রাজিবের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘নো ম্যান্স ল্যান্ড’। থাইল্যান্ডে চিত্রায়িত এ ধারবাহিকটিতে হাসিন রওশন অভিনয় করছেন ডিটেকটিভ রাইসুল ইসলাম আসাদের বিচক্ষণ মেয়ের চরিত্রে। শিগগিরই ধারাবাহিকটি প্রচার শুরু হবে চ্যানেল আইতে। হাসিন অভিনীত দ্বিতীয় ধারাবাহিক নাটকটি হলো মাসুদ রহমানের রচনা ও পরিচালনায় ‘পুতুল মানুষ’। পাশাপাশি সম্প্রতি তিনি কাজ শুরু করেছেন মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর দ্য ফ্যামিলি’-তে।
একপর্বের নাটক, ধারাবাহিক নাটক এর পাশাপাশি ‘বাবুই পাখির বাসা’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মডেল অভিনেতা শাহেদ। টেলিফল্মটি লিখেছেন শামীমুল ইসলাম। পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।
২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—
৩টি দোষ, যা পাল্টাতে চাই—
৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী, যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—
৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—
৬টি প্রিয় চলচ্চিত্র—
৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—
৮টি প্রিয় খাবার—
৯ জন পছন্দের লেখক—
১০টি প্রিয় নাটক—
ঘর সংসার:
২০১২ সালের ৬ জুলাই রাজশাহী সদরের লক্ষ্মীপুরে হাসিনদের নিজ বাড়িতে
মারুফুল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হাসিন। হাসিনের স্বামী
মারুফুল ইসলাম ব্যবসায়ী। তিনি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস থেকে এমবিএ করেছেন।
অভিনয় জীবন:
মডেল আইকন নোবেলের বিপরীতে প্রথম এক ঘণ্টার নাটক ‘আমাদের ছোট নদী’তে অভিনয়
করে প্রশংসিত হন। এরপর দ্বিতীয় নাটক ‘সখা হে’ -তে অভিনয় করেন ছোটপর্দার বড়
তারকা মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধে। নাটক দুটো প্রচার হওয়ার পর
হাসিনের অভিনয় আর গ্ল্যামারের দুটি নজর কাড়ে নির্মাতাদের। একের পর এক নাটকে
অভিনয়ের প্রস্তাব তার পিছু নেয়।
খুব অল্প সময়ের মধ্যেই পর পর তিনটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন হাসিন। অভিনয় করেন রাজিবুল ইসলাম রাজিবের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘নো ম্যান্স ল্যান্ড’। থাইল্যান্ডে চিত্রায়িত এ ধারবাহিকটিতে হাসিন রওশন অভিনয় করছেন ডিটেকটিভ রাইসুল ইসলাম আসাদের বিচক্ষণ মেয়ের চরিত্রে। শিগগিরই ধারাবাহিকটি প্রচার শুরু হবে চ্যানেল আইতে। হাসিন অভিনীত দ্বিতীয় ধারাবাহিক নাটকটি হলো মাসুদ রহমানের রচনা ও পরিচালনায় ‘পুতুল মানুষ’। পাশাপাশি সম্প্রতি তিনি কাজ শুরু করেছেন মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর দ্য ফ্যামিলি’-তে।
একপর্বের নাটক, ধারাবাহিক নাটক এর পাশাপাশি ‘বাবুই পাখির বাসা’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মডেল অভিনেতা শাহেদ। টেলিফল্মটি লিখেছেন শামীমুল ইসলাম। পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।
হাসিন একান্ত কিছু বিষয়:
১ জন মানুষের কথা বলুন, যিনি সবসময় আপনাকে অনুপ্রেরণা দেন—- আমার বড় বোন (ফাতেমা রৌশন জাহান)
২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—
- সবাইকে অনেক সম্মান করি।
- বরাবরই সত্য বলতে পছন্দ করি।
৩টি দোষ, যা পাল্টাতে চাই—
- হঠাত্ করে রেগে যাওয়া।
- ঘুম কমাতে চাই।
- সময়মতো খাবার না খাওয়া।
৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী, যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—
- তারিন, সুইটি, মাহফুজ আহমেদ, তারিক আনাম খান,
৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—
- অমিতাভ রেজা, গাজী শুভ্র, চয়নিকা, তন্ময় তানসেন, মোস্তফা সরয়ার ফারুকী
৬টি প্রিয় চলচ্চিত্র—
- থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গেরিলা, ঘেটু পুত্র কমলা, ব্যাচেলর, জান্নাত, টাইটানিক
৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—
- লংকারি, পাতায়া, ক্রাভি, ফুকেট, এনাং, কক্সবাজার, রাজাশাহী,
৮টি প্রিয় খাবার—
- ডিম, দুধ, পোলাও, ইলিশ মাছ, মুরগি, চিংড়ি, আচার, পায়েশ,
৯ জন পছন্দের লেখক—
- হুমায়ূন আহমেদ, আনিসুল হক, ইমদাদুল হক মিলন, অরুন্ধতী রায়, শরত্চন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, মুহাম্মদ জাফর ইকবাল, শীর্ষেন্দু মুখোপাধ্যায়,
১০টি প্রিয় নাটক—
- অচেনা প্রতিবিম্ব, নরম রোদের ওম, সখা হে, মতির আখ্যান, অয়োময়, কোথাও কেউ নেই, সংশপ্তক, রূপনগর, ভালোবাসি তাই ভালোবেসে যাই, রোড সাইড।