শিরোনামটি পড়ে আটকে উঠলেন তো। ভাবতেই পারেন নিশ্চয়ই কোন সিনেমার শুটিং।
কিন্তু না এটা কোন সিনেমার কাহিনী বা শুটিং নয়। বাস্তব জীবনেই ঘটেছে এমন
ঘটনা।
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে সাপ ঢুকেছে। ভূতনাথ রিটার্নস- ছবির রিলিজ উপলক্ষে যখন দিল্লিতে, তখন তার মুম্বায়ের বাড়ি ‘জলসা’য় আচমকা হানা দেয় নয়া আগন্তুক সাপ।
এক টুইটার বার্তায় বিগ বি জানিয়েছেন, জঙ্গলের বাসিন্দার তার বাংলোয় ঢুকে পড়ে। জলসার পেছনের উঠোনে হঠাৎ একটি সাপ দেখতে পেয়ে বাড়ির কর্মচারীরা বন বিভাগে খবর দেন।
পরে বন বিভাগের কর্মীরা এসে সাপটি ধরে জঙ্গলে ছেড়ে দিয়েছে।
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে সাপ ঢুকেছে। ভূতনাথ রিটার্নস- ছবির রিলিজ উপলক্ষে যখন দিল্লিতে, তখন তার মুম্বায়ের বাড়ি ‘জলসা’য় আচমকা হানা দেয় নয়া আগন্তুক সাপ।
এক টুইটার বার্তায় বিগ বি জানিয়েছেন, জঙ্গলের বাসিন্দার তার বাংলোয় ঢুকে পড়ে। জলসার পেছনের উঠোনে হঠাৎ একটি সাপ দেখতে পেয়ে বাড়ির কর্মচারীরা বন বিভাগে খবর দেন।
পরে বন বিভাগের কর্মীরা এসে সাপটি ধরে জঙ্গলে ছেড়ে দিয়েছে।