নার্গিস ফাখরি, Nargis fakri
'ম্যা তেরা হিরো' সিনেমা দিয়ে দর্শকের মন জয় করার পর এবার বলিউডের 'রকস্টার' তারকা নার্গিস ফাখরিকে দেখা যাবে হলিউডের সিনেমায়। বলিউডের পর এবার হলিউডের সিনেমাতে কাজ করছেন নার্গিস ফাখরি। সম্প্রতি 'স্পাই' নামের সিনেমার শুটিং শুরু করেছেন তিনি।
শুটিংয়ে সিনেমার অন্যতম তারকা র‌্যাপশিল্পী ও অভিনেতা ফিফটি সেন্টের সঙ্গে দেখা হয় 'মাদ্রাস ক্যাফে' তারকার। প্রিয় সংগীতশিল্পীকে সামনে পেয়ে রোমাঞ্চিত নার্গিস একটি সেলফি তুলে ফেলেন এবং টুইটারে পোস্ট করেন। সিনেমাটি ফিফটি সেন্টও পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে।
বলিউডে এখনো অ্যাকশন সিনেমাতে কাজ না করলেও 'স্পাই' সিনেমাতে নার্গিসকে দেখা যাবে মারকুটে চরিত্রে। সিনেমাটি পরিচালনা করেছেন পল ফেইগ। চিত্রনাট্যও তাঁরই। নার্গিস ছাড়াও এতে অভিনয় করেছেন জেসন স্টেথাম, মেলিসা ম্যাককার্থি, রোজ বায়ার্ন ও জুড ল।
 
Top