বব হসকিনস, bob hoskins
গত বুধবার দুপুর লন্ডনের এক বেসরকারি হাসপাতালে নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হলিউডের জনপ্রিয় অভিনেতা বব হসকিনসের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
হলিউডের নোয়াঁ ধারার ছবিতে অভিনয়ের জন্যই সবচেয়ে বেশি পরিচিত ছিলেন বব হসকিনস। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মোনালিসা’ ছবিতে অভিনয়ের জন্য মনোনিত হয়েছিলেন অ্যাকাডেমি পুরস্কারেও। এছাড়াও ‘হু ফ্রেম রজার র্যাবিট’, ‘হুক’ ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন বব হসকিনস।
বহুদিন ধরে পারকিনসন রোগে ভুগছিলেন তিনি। তার মৃত্যু শোকের ছায়া নেমে এসেছে হলিউড সিনেমা মহলে।
 
Top