বিশ্বকাপে আফগানিস্তান, স্কটল্যান্ড, ইংল্যান্ডের মত দলকে হারিয়ে জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। তবে কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে আম্পায়ারদের কিছু বিতর্কিত সিদ্ধান্তে সেমিফাইনালে খেলার স্বপ্ন ভেঙ্গে যায় বাংলাদেশের। এখানে শেষ নয়, বরং ওখান থেকেই শুরু হয় ইতিহাস লেখা। দেশের মাটিতে দেওয়া মাশরাফিবাহিনীর গর্জনে কাঁপে সারা বিশ্ব। একে একে পাকিস্তানকে হোয়াইটওয়াশ, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়। পরবর্তীতে জিম্বাবুয়েকেও হোয়াইটওয়াশ করা। এরপর সেই ধারাবাহিকতা বজায় থাকে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও। আর তাইতো উন্নতির পথে থাকা বাংলাদেশ ক্রিকেটের আর্থিক সুবিধার পরিমাণ বাড়াচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির বোর্ড মিটিং শেষ করে সোমবার গণমাধ্যম এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এদিন ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতির পাশাপাশি আরও কিছু সুসংবাদ দেন বিসিবি সভাপতি। বললেন, 'পারফরম্যান্স আইসিসি মূল্যায়ন করেছে। এতগুলো টিমকে ছাড়িয়ে আমরা উপরে উঠে এসেছি সেটা অনেক বড় বিষয়। অনেক সময় বিশ্বকাপে আমাদেরকে কোয়ালিফাই করতে হয়। এ র্যাংকিং আমাদেরকে সাহায্য করবে। আমরা যে টাকাটা পাই সেটারও পরিবর্তন আসবে।' তিনি আরও বললেন, 'তারা আমাদেরকে জানিয়েছে এবং প্রত্যেকেই দাবি করেছে বাংলাদেশের আরও বেশি টাকা পাওয়া উটিত। কারণ তাদের পারফরম্যান্স অনেক ভালো।' এছাড়াও এসময় ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি পাপন। 'এ বছর আমরা অনেক গুলো খেলা খেলব। এখনই আমরা তারিখ নিশ্চিত করে বলতে পারছি না। তবে এফটিপির বাইরে অনেকগুলো খেলা আমাদের সামনে আসছে। এই মিটিংয়ে অনেকের সঙ্গে কথা হয়েছে।'