নাজমুল হাসান পাপন, মুস্তাফিজ
এক বছরেই বিশ্বজয় করা শেষ। তার বাঁহাতের তুড়িতে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ। আর তাকে মোকাবিলা করতে এসে নন্দিত সব তারকা ব্যাটসম্যানও হারিয়ে বসেন দিক। যে বিস্ময় মুঠোয় নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন মুস্তাফিজুর রহমান, এখনও তার নামের পাশে রয়ে গেছে সেই বিস্ময়।  বাংলাদেশের হয়ে দ্যুতি ছড়িয়ে এবার আইপিএলও মাতাচ্ছেন কাটার মাষ্টার মুস্তাফিজ। বাংলাদেশ দলের জন্য বাঁহাতি এই তরুণ পেসার কতো বড় সম্পদ তা বিভিন্ন সময় বলে এসেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন থেকে শুরু করে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পর্যেন্ত।  সেটা আরো একবার মনে করিয়ে দিলেন বিসিবি সভাপতি। আর এই সম্পদকে কোনোভাবে নষ্ট করতে চান না তিনি। পেসারদের ইনজুরি সমস্যা নিয়মিত দৃশ্যই। এই ইনজুরির কারণে অনেক পেসারকেই ঝরে যেতে দেখা গেছে। কিন্তু মুস্তাফিজের ব্যাপারে অতি সতর্ক বিসিবি।  বিশ্বের সব ঘরোয়া ক্রিকেট থেকেই ডাক আসছে মুস্তাফিজের। এ কারণেই মুস্তাফিজকে নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে বিসিবি। নাজমুল হাসান বলেন, ‘কাউন্টি থেকে প্রস্তাব এসেছে। আমরা ওকে যদি পাঠাই তাহলে বোর্ড থেকে নির্দেশনা দেয়া থাকবে। কন্ডিশনগুলো কি ধরনের হতে পারে সেটা জানাচ্ছি।’  তবে মুস্তাফিজকে দিয়ে লংগার ভার্সন খেলাতে নারাজ নাজমুল হাসান। একই সঙ্গে মুস্তাফিজের সুরক্ষায় যা যা করণীয় সব করতে প্রস্তুত বিসিবি। বিসিবি সভাপতি বলছেন, ‘ও লংগার ভার্সন খেলুক সেটা চাই না। ও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলুক। পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। এগুলো আমরা চিন্তা ভাবনা করছি। এই সম্পদকে আমরা ইনজুরিতে ফেলে নষ্ট করতে চাই না। বাংলাদেশের জন্য সে অনেক মূল্যবান। সেজন্য আমরা মুস্তাফিজকে সুরক্ষা করবো।’
 
Top