চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ গড়ানোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। কিন্তু সেভাবে ফাঁকা পাওয়া যাচ্ছে না কোন দলকে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভা থেকে ফিরে সেই সম্ভাবনাকে আরো জোরদার করলেন বিসিবি প্রধান। সোমবার এক সংবাদ সম্মেলনে বললেন, ‘অক্টোবরের আগে কাউকে পাওয়া যাচ্ছে না। তবে ওই মাসেই ত্রিদেশীয় সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের এখন বসে ঠিক করবো। আমাদের ইংল্যান্ড সফর আছে, বিপিএল আছে। স্লট দেখে ফাইনাল করতে হবে। আমাদের কিছু না কিছু খেলা খেলতে হবে।’ আপাতত কোন আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশের না থাকলেও, বছর জুড়ে অনেকগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ বলে জানালেন সভাপতি। আইসিসির সভায় এ ব্যাপারেও আলোচনা হয়েছে বলে উল্লেখ করে বললেন, ‘এ বছর আমরা অনেক গুলো খেলা খেলবো। এখনই আমরা তারিখ নিশ্চিত করে বলতে পারছি না। তবে এফটিপির বাইরে অনেকগুলো খেলা আমাদের সামনে আসছে। এই মিটিংয়ে অনেকের সঙ্গে কথা হয়েছে।’ প্রসঙ্গক্রমে উঠে আসে ভারত সফরের কথাও। তবে এ নিয়ে আপাতত মুখ বন্ধ রাখতে চাইলেন বিসিবি প্রধান। শুধু জানালেন, ভারত সিরিজ নিয়ে কথা হয়েছে। সব মিলিয়ে নাজমুল হাসান পাপন এটুকু নিশ্চিত করেছেন, এফটিপিতে বাংলাদেশের খেলা কম থাকলেও, এর বাইরে গিয়েই অনেকগুলো সিরিজ খেলবে মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহমানরা। সেটা নিয়ে এরই মধ্যে আলোচনাও শুরু হয়েছে।
অক্টোবরে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ!
চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ গড়ানোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। কিন্তু সেভাবে ফাঁকা পাওয়া যাচ্ছে না কোন দলকে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভা থেকে ফিরে সেই সম্ভাবনাকে আরো জোরদার করলেন বিসিবি প্রধান। সোমবার এক সংবাদ সম্মেলনে বললেন, ‘অক্টোবরের আগে কাউকে পাওয়া যাচ্ছে না। তবে ওই মাসেই ত্রিদেশীয় সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের এখন বসে ঠিক করবো। আমাদের ইংল্যান্ড সফর আছে, বিপিএল আছে। স্লট দেখে ফাইনাল করতে হবে। আমাদের কিছু না কিছু খেলা খেলতে হবে।’ আপাতত কোন আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশের না থাকলেও, বছর জুড়ে অনেকগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ বলে জানালেন সভাপতি। আইসিসির সভায় এ ব্যাপারেও আলোচনা হয়েছে বলে উল্লেখ করে বললেন, ‘এ বছর আমরা অনেক গুলো খেলা খেলবো। এখনই আমরা তারিখ নিশ্চিত করে বলতে পারছি না। তবে এফটিপির বাইরে অনেকগুলো খেলা আমাদের সামনে আসছে। এই মিটিংয়ে অনেকের সঙ্গে কথা হয়েছে।’ প্রসঙ্গক্রমে উঠে আসে ভারত সফরের কথাও। তবে এ নিয়ে আপাতত মুখ বন্ধ রাখতে চাইলেন বিসিবি প্রধান। শুধু জানালেন, ভারত সিরিজ নিয়ে কথা হয়েছে। সব মিলিয়ে নাজমুল হাসান পাপন এটুকু নিশ্চিত করেছেন, এফটিপিতে বাংলাদেশের খেলা কম থাকলেও, এর বাইরে গিয়েই অনেকগুলো সিরিজ খেলবে মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহমানরা। সেটা নিয়ে এরই মধ্যে আলোচনাও শুরু হয়েছে।