অভিষেকের এক বছর হয়ে গেছে। কিন্তু বল হাতে এখনো সেই ‘অচেনা’ মুস্তাফিজুর রহমান। তাকে নিয়ে রীতিমতো গবেষণা করেও উদঘাটন হচ্ছে না তার বোলিংয়ের রহস্য। শুরু থেকেই বিস্ময় ছড়িয়ে আসা বাংলাদেশের বাঁহাতি এই পেসার এখনো বিস্ময়ের মোড়কে ঢাকা। বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের কাছে যমদূত হয়ে উঠেছেন মুস্তাফিজ। এতোদিন বাংলাদেশ দলের হয়েই দ্যুতি ছড়িয়েছেন। এবার সেই সীমানাটা বাড়িয়ে নিয়েছেন ভারতের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি আসর আইপিএল দিয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ক্রমেই ব্যাটসম্যানদের কাছে আরো অচেনা হয়ে উঠছেন বাংলাদেশের পেস আক্রমণের প্রধান এই হাতিয়ার। তাকে মোকাবেলা করাটাই চ্যালেঞ্জ হয়ে উঠেছে ব্যাটসম্যানদের জন্য। আর আইপিএলে সবার দৃষ্টি থাকায় ক্রিকেটে বিশ্বও মেতে উঠেছে মুস্তাফিজ বন্দনায়। ক্রিকেটের সাবেক গ্রেট থেকে শুরু করে প্রতিপক্ষরা পর্যন্ত মুস্তাফিজ স্তুতি করে যাচ্ছেন। এই তালিকায় যোগ দিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। আইসিসির বৈঠকের আলোচনাতেও জায়গা করে নিয়েছেন 'কাটার মাষ্টার' মুস্তাফিজ। আইসিসির মিটিংয়ে যোগদান শেষে দিশে ফিরে এমনই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মিটিংয়ের বিষয়বস্তু ভিন্ন কিছু হলেও মুস্তাফিজ বিষয়ে অনেকেই কথা বলেছেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। নাজমুল হাসান বলেন, ‘এখন ক্রিকেট নিয়ে কথা বললে সবাই মুস্তাফিজকে নিয়ে কথা বলে। এই আইসিসি মিটিংয়েও তাই হয়েছে। অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট আমাকে জিজ্ঞেস করলো আমরা কোথা থেকে এই ছেলেটিকে পেয়েছি। ওরা অবাক হচ্ছে প্রতিনিয়ত। আইপিএলে ধারাভাষ্যকাররা তো সব সময় ওর কথাই বলছে।’ মুস্তাফিজ প্রসঙ্গে বিসিবি সভাপতি আরো বলেন, ‘ওর বয়স এখন অনেক কম। ওর মাসল যেভাবে তৈরি করার কথা সেভাবে এখানো হয়নি। আমরা কাজ করছি। ও যেন কোনো ইনজুরিতে না পড়ে সেটা নিয়ে কাজ করছি। মুস্তাফিজ বাংলাদেশের সম্পদ। এটা আমাদের জন্যে সম্পদ। ওকে নিয়ে এখন সারা পৃথিবীতে কথা হচ্ছে।’
আইসিসির বৈঠকে মুস্তাফিজ
অভিষেকের এক বছর হয়ে গেছে। কিন্তু বল হাতে এখনো সেই ‘অচেনা’ মুস্তাফিজুর রহমান। তাকে নিয়ে রীতিমতো গবেষণা করেও উদঘাটন হচ্ছে না তার বোলিংয়ের রহস্য। শুরু থেকেই বিস্ময় ছড়িয়ে আসা বাংলাদেশের বাঁহাতি এই পেসার এখনো বিস্ময়ের মোড়কে ঢাকা। বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের কাছে যমদূত হয়ে উঠেছেন মুস্তাফিজ। এতোদিন বাংলাদেশ দলের হয়েই দ্যুতি ছড়িয়েছেন। এবার সেই সীমানাটা বাড়িয়ে নিয়েছেন ভারতের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি আসর আইপিএল দিয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ক্রমেই ব্যাটসম্যানদের কাছে আরো অচেনা হয়ে উঠছেন বাংলাদেশের পেস আক্রমণের প্রধান এই হাতিয়ার। তাকে মোকাবেলা করাটাই চ্যালেঞ্জ হয়ে উঠেছে ব্যাটসম্যানদের জন্য। আর আইপিএলে সবার দৃষ্টি থাকায় ক্রিকেটে বিশ্বও মেতে উঠেছে মুস্তাফিজ বন্দনায়। ক্রিকেটের সাবেক গ্রেট থেকে শুরু করে প্রতিপক্ষরা পর্যন্ত মুস্তাফিজ স্তুতি করে যাচ্ছেন। এই তালিকায় যোগ দিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। আইসিসির বৈঠকের আলোচনাতেও জায়গা করে নিয়েছেন 'কাটার মাষ্টার' মুস্তাফিজ। আইসিসির মিটিংয়ে যোগদান শেষে দিশে ফিরে এমনই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মিটিংয়ের বিষয়বস্তু ভিন্ন কিছু হলেও মুস্তাফিজ বিষয়ে অনেকেই কথা বলেছেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। নাজমুল হাসান বলেন, ‘এখন ক্রিকেট নিয়ে কথা বললে সবাই মুস্তাফিজকে নিয়ে কথা বলে। এই আইসিসি মিটিংয়েও তাই হয়েছে। অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট আমাকে জিজ্ঞেস করলো আমরা কোথা থেকে এই ছেলেটিকে পেয়েছি। ওরা অবাক হচ্ছে প্রতিনিয়ত। আইপিএলে ধারাভাষ্যকাররা তো সব সময় ওর কথাই বলছে।’ মুস্তাফিজ প্রসঙ্গে বিসিবি সভাপতি আরো বলেন, ‘ওর বয়স এখন অনেক কম। ওর মাসল যেভাবে তৈরি করার কথা সেভাবে এখানো হয়নি। আমরা কাজ করছি। ও যেন কোনো ইনজুরিতে না পড়ে সেটা নিয়ে কাজ করছি। মুস্তাফিজ বাংলাদেশের সম্পদ। এটা আমাদের জন্যে সম্পদ। ওকে নিয়ে এখন সারা পৃথিবীতে কথা হচ্ছে।’