এ সম্পর্কে ববি বলেন, "সবার দোয়ায় আমি একসঙ্গে কয়েকটি ছবির কাজ করছি। প্রতিটি ছবির গল্পে রয়েছে ভিন্নতা। একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। চরিত্রের বৈচিত্র্যের কারণে ছবিগুলোতে কাজ করেও আনন্দ পাচ্ছি। দর্শকরা আমাকে ভালোবাসেন। তাই আমি মনে করি, তাদের ভালোবাসাই আমার কাজ করার অনুপ্রেরণা।"
আন্ডারওয়ার্ল্ডের কাহিনী নিয়ে 'ওয়ান ওয়ে' ছবির পটভূমি গড়ে উঠেছে। এতে ববিকে গডফাদারের মেয়ের ভূমিকায় দেখা যাবে। তার চরিত্রটির নাম আইভি। ছবিতে তিনি বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন।

এদিকে, নারীপ্রধান গল্প নিয়ে 'অ্যাকশন জেসমিন' ছবিটির কাহিনী গড়ে উঠেছে। অ্যাকশনধর্মী এই ছবিটিতে তিনি জেসমিন নামের একজন তরুণীর চরিত্রে অভিনয় করছেন। এখানে তাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এখন শুধু এ ছবিটির মারপিটের দৃশ্য ধারণ বাকি।
এছাড়া সম্প্রতি ববি অভিনীত 'রাজত্ব' ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবিতে তিনি শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন। ছবিতে তাকে একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ের ভূমিকায় দেখা যাচ্ছে। ছবিতে তার চরিত্রের নাম রিয়ানা। এতে তার অভিনয় বেশ আলোচিত হয়েছে।
অন্যদিকে, প্রেমের গুঞ্জন বিষয়ে ববির বলেন, "একাধিক ছবির শুটিং করে দম ফেলার ফুরসত পাই না, আবার প্রেম করার সময় কই। তাই পত্র-পত্রিকায় প্রকাশিত আমার প্রেমের খবরটি স্রেফ গুঞ্জন। কারণ, আমি মনে করি, প্রেম করে অস্বীকার করার কিছু নেই।'
জীবনসঙ্গী প্রসঙ্গে ববি বলেন, "আপাতত বিয়ের জন্য কিছু ভাবছি না। তবে হবু বর হিসেবে যত্নবান এবং উদার মনের পাত্রকেই আমি বেশি প্রাধান্য দেব।"