দীর্ঘ দুই যুগেরও বেশি ধরে দর্শকদের মন
জুগিয়ে আসছেন বিজরী। ১৯৮৮ সালে ‘সুখের ছাড়পত্র’ নাটকে অভিনয়ের মাধ্যমে
ক্যারিয়ার শুরু করেন। অভিনয়ের পাশাপাশি মডেলিং-এ সমান দক্ষতার পরিচয়
দিয়েছেন। পুরো নাম বিজরী বরকতউল্লাহ। প্রায় ৫০ টির উপর নাটকে অভিনয় করছেন
বিজরী।
ব্যক্তিগত জীবন
১৯৯৫ সালের ১৫ জুলাই ভালোবেসে সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনকে বিয়ে করেন।
এদের সংসারে একমাত্র সন্তান উর্বানা। এরপর ২০১২ তে ছাড়াছাড়ি হয়ে যায়। ২০১৩
সালের ১৪ এপ্রিল জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনারকে বিয়ে করেন।
শিক্ষাজীবন
স্কুল ও কলেজ জীবন ভিকারুন্নেসা স্কল এন্ড কলেজ থেকে পাশ করে পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে।
কর্মজীবন
বিজরী কর্মজীবন বেশ সমৃদ্ধ। দীর্ঘ দুই যুগের চেয়েও বেশি ধরে অভিনয় করে
আসছেন। প্রায় ৫০ টিরও বেশি নাটকে অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি মডেলিং এবং
নৃত্য করেন তিনি।
বিজরীর অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি নাটক
- ডলস হাউজ
- মেঘ বন্ধু
- বিন্দু থেকে বৃত্ত
- সুখের ছাড়পত্র
- যাও পাখি
উল্লেখযোগ্য টেলিফিল্ম
- ভালোবাসার ঘুনপোকা