কঙ্গনা, দীপিকা পাডুকোন, kangna, dipika padukone
প্রচলিত রয়েছে দুই নায়িকা কখনই ভাল বন্ধু হতেতো পারেই না আবার একে অপরের প্রশংসা করেন না। তবে দীপিকা পাডুকোন কিন্তু সব নায়িকার থেকে আলাদা। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সাথে বেশ ভালই বন্ধুত্ব রয়েছে দীপিকা পাডুকোনের এবং এবার প্রাণ খুলে প্রশংসাও করলেন কঙ্গনা রানাউতের।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি কুইন দেখে দীপিকা আপাতত কঙ্গনা রানাওয়াতের ফ্যান। দীপিকা হাসি মুখে জানিয়েছেন, কুইন দেখতে দেখতে তার নাকি কঙ্গনার উপর রীতিমতো হিংসে হচ্ছিল। তার মনে হয়েছে এই ছবি কঙ্গনো অসাধারন অভিনয় করেছেন। শুধু তাই নয় ছবির পরিচালক বিকাশ বহেলের প্রসংশায়ও পঞ্চমুখ দীপিকা।
গত ৭ মার্চ মুক্তি পেয়েছে এই ছবিটি। দর্শক থেকে সমালোচক প্রত্যেকের মনেই জায়গা করে নিয়েছে এই ছবি। ছবির গল্প একটি সাধারণ মেয়েকে ঘিরে, যে নিজের হানিমুনে একাই ঘুরতে গেছে আর এই যাত্রার মধ্যে দিয়েই নিজের অস্তিত্বকে খুঁজে পেয়েছে।
 
Top