সেলফি জ্বরে ভুগছে পুরো বিশ্ব। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও সেলফি
ক্লিকে মাতোয়ারা। সুযোগ পেলেই এই তারকারা সেলফি তুলে সামাজিক
যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নতুন নতুন খবরের তৈরি করছেন। কিন্তু সবার থেকে
যেন একটু ভিন্ন সুরেই কথা বললেন হলিউডের সঙ্গীত শিল্পী কেটি পেরি।
সেলফি তুলতে পছন্দ তো করেনই না এই শিল্পী, উপরন্তু সেলফি তোলাকে বললেন একটা রোগ। রবিবার রাতের একটি অনুষ্ঠানে কেটি পেরিকে সলো ছবি তুলতে বলেন তার এক ভক্ত। এতে বিরক্তি প্রকাশ করেন এই পপ তারকা।
পরে এক টুইটার বার্তায় কেটি পেরি লেখেন, "প্রিয় উৎসব বন্ধুরা মনে রেখো, সেলফিং একটা রোগ।"
সেলফি তুলতে পছন্দ তো করেনই না এই শিল্পী, উপরন্তু সেলফি তোলাকে বললেন একটা রোগ। রবিবার রাতের একটি অনুষ্ঠানে কেটি পেরিকে সলো ছবি তুলতে বলেন তার এক ভক্ত। এতে বিরক্তি প্রকাশ করেন এই পপ তারকা।
পরে এক টুইটার বার্তায় কেটি পেরি লেখেন, "প্রিয় উৎসব বন্ধুরা মনে রেখো, সেলফিং একটা রোগ।"