গাড়ি দুর্ঘটনার মাধ্যমে ২০০৯ সালে সংঘটিত এক হত্যা মামলায় সাক্ষ্য দিতে আদালতে তলব করা হয়েছে হলিউডি অভিনেতা জনি ডেপকে।
এক নারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে, যার গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন আরেক নারী। এই মামলার বিচারের জন্য এবার সাক্ষ্যপ্রমাণ দিতে আদালতে হাজির হতে হবে জনি ডেপকে।
ব্যাং শোবিজ জানায়, ১০ এপ্রিল লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় ডেপের নতুন সিনেমা ‘ট্রানসেন্ডেন্স’-এর প্রিমিয়ার। আর ঐ অনুষ্ঠান চলার সময়ে ডেপকে আদালতের কাগজপত্র দেখানো হয়।
২০০৯ সালে এক শিশু চিকিৎসককে নিজের লিমোজিন গাড়ি দিয়ে হত্যা করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে লস অ্যাঞ্জেলেসে। আদালতে লেকনকে ‘মানসিকভাবে অসুস্থ’ প্রমাণ করার জন্য এবার ডেপের সাহায্য চেয়েছেন তার আইনজীবী। কারণ এই দুর্ঘটনার পর পুলিশকে লেকন বলেন, তখন ডেপের সঙ্গে প্রেম করতেন তিনি। আর তার সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ই ঘটে এই দুর্ঘটনা।
লেকনের আইনজীবী ডেপকে আদালতে হাজির হয়ে লেকনের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। কিন্তু ডেপ জানান, লেকনকে চেনেন না তিনি।
এমন অবস্থায় ডেপকে আদালতে আসার জন্য বাধ্য করা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে তিনি চাইলে নিজের বক্তব্য লিখিত আকারে কিংবা টেলিফোনেও জানাতে পারেন।
উল্লেখ্য,২০০৯ সালের ঐ সময়ে ফরাসি মডেল ভেনেসা প্যারাডিসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ডেপের। ২০১২ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। চলতি বছরের শুরুতে অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বাগদান হয়েছে ডেপের।
 
Top