শাহরুখ যা করেন তাই যেন বলিউডে ব্যান্ডে পরিণত হয়। এবং শোনা যাচ্ছে আরো একবার
বলিউড বাদশা রেকর্ড কায়েম করতে চলেছেন। আর তাঁকে সঙ্গ দিতে যাচ্ছেন দীপিকা
পাডুকোন।
বলিউডের অলি গলিতে এখন একটাই খবর। খবর শাহরুখ অভিনীত ছবি হ্যাপি নিউ ইয়ারেই নাকি থাকছে বলিউডে এ যাবত কালের সবচাইতে ব্যয়বহুল গান। এবং বলিউডের সবচেয়ে ব্যয়বহুল এই গানের শুটিং হতে চলেছে খুব শীঘ্রই। কিং খানও তাই আপাতত ব্যস্ত ফারহা খানের নতুন এই ছবির গানের কাজে।
পরিচালক ফারহা খান জানিয়েছেন, তিনি এখনই এই গানের খরচ নিয়ে কিছু ভাবছেন না। তবে স্বীকার করেছেন এতে অনেক টাকাই খরচ হতে চলেছে। আশা করা যায় ছবির সঙ্গে একটা সুপার ডুপার গানও উপহার পাবে দর্শক।
এই সিনেমায় শাহরুখ ছাড়াও দীপিকা পাডুকোন, বোমন ইরানি, অভিষেক বচ্চন, সোনু সুদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বছরের দিওয়ালিতে এই ছবি মুক্তি পাবে ছবিটি।
বলিউডের অলি গলিতে এখন একটাই খবর। খবর শাহরুখ অভিনীত ছবি হ্যাপি নিউ ইয়ারেই নাকি থাকছে বলিউডে এ যাবত কালের সবচাইতে ব্যয়বহুল গান। এবং বলিউডের সবচেয়ে ব্যয়বহুল এই গানের শুটিং হতে চলেছে খুব শীঘ্রই। কিং খানও তাই আপাতত ব্যস্ত ফারহা খানের নতুন এই ছবির গানের কাজে।
পরিচালক ফারহা খান জানিয়েছেন, তিনি এখনই এই গানের খরচ নিয়ে কিছু ভাবছেন না। তবে স্বীকার করেছেন এতে অনেক টাকাই খরচ হতে চলেছে। আশা করা যায় ছবির সঙ্গে একটা সুপার ডুপার গানও উপহার পাবে দর্শক।
এই সিনেমায় শাহরুখ ছাড়াও দীপিকা পাডুকোন, বোমন ইরানি, অভিষেক বচ্চন, সোনু সুদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বছরের দিওয়ালিতে এই ছবি মুক্তি পাবে ছবিটি।