হাতে তেমন কোন কাজ নেই তার । নেই কাজ তো খই ভাজ। একজন বডি বিল্ডার নিশ্চয়ই খই ভাজার মত ঝামেলাপূর্ণ কাজে যাবেন না। সে সকাল বিকাল দুবেলা নিয়ম করে মুগুড় ভাজবেন। বড়জোর একটা কুস্তির আখড়া খুলে শিষ্যদের শারিরীক কসরত শেখাবেন। কিন্তু তিনি তা করেননি। এসবের ধারে কাছে না গিয়ে সোজা পণ্য বিক্রির ধান্দায় ক্রেতা খুঁজতে উঠে পরে লেগেছেন। বলছি টার্মিনেটর খ্যাত চিত্রনায়ক আর্নল্ড সোয়াজনেগারের কথা। মার্কিন মুল্লুকের সাবেক এই গভর্নর বডি বিল্ডিং সামগ্রী বিক্রির জন্য প্রচারণার কাজ করছেন। তবে সেটা অনলাইনে।
তিনি এখন প্রচারণায় ব্যস্ত। এই কথাটা শুনলে মনে হতে পারে নিশ্চয়ই তিনি তার নতুন সিনেমার প্রচারণা করছেন। আসলে তিনি একটা বডি বিল্ডিং সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠানের মডেল হয়েছেন। আর সেই প্রতিষ্ঠানের বিজ্ঞাপন তার ফেসবুকে ওয়েলে সেঁটে দিয়েছেন।
আপনি কি আর্নল্ড সোয়াজনেগারের মত বডি বানাতে চান তবে আর দেরি না করে এখনেই যোগাযোগ করুন। না হলে পরে পস্তাবেন। দুটি কিনলে একটা ফ্রি! এমন অদ্ভুতুড়ে কথা লিখে সোয়াজনেগার তার ফেসবুক ওয়াল ভরে রেখেছেন।
সোয়াজনেগারের সাঁটানো এই বিজ্ঞাপনের নিচে তার ভক্তরা জুড়ে দিয়েছেন নানান মন্তব্য। কেউ কেউ রসিকতা করতেও ছাড়েননি। তাদের ভাবনা, প্রিয় এই মানুষটি শেষ বয়সে কিনা বিপণনের কাজ করছে, আফসোস!
 
Top