কনকচাঁপা, kanak chapa
দীর্ঘ ১০ বছর পর মৌলিক গানের অ্যালবাম ‘আড়ালে’ নিয়ে শ্রোতাদের সামনে আসছেন
জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা । এর মধ্যেই অ্যালবামটির আটটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। বাকি রয়েছে দুটি গান। কিছুদিনের মধ্যে তা শেষ হবে বলে জানিয়েছেন কনকচাঁপা।
‘আড়ালে’ অ্যালবামের সুর-সংগীতায়োজন করছেন সংগীতাঙ্গনের তিন ‘খান’। এঁরা হলেন পিলু খান, নকীব খান ও মঈনুল ইসলাম খান। অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল। পুরো অ্যালবামের তত্ত্বাবধানও করছেন রাসেল নিজেই।
‘আড়ালে’ সম্পর্কে কনকচাঁপা বলেন, "অ্যালবামের প্রতিটি গানের কথা অসাধারণ। গানগুলোর মধ্যে 'মান-অভিমান', 'প্রেম-ভালোবাসার চিত্রকল্প' সবাইকে মুগ্ধ করবে। রয়েছে মা নিয়েও একটি গান। আমার কাছে প্রতিটি গানের অনুভূতি নতুন মনে হয়েছে। আর পিলু ভাই ও নকীব ভাই তো এককথায় অনবদ্য।"
কনকচাঁপা আরও বলেন, "অ্যালবামের কাজ এখন প্রায় শেষের দিকে। গানগুলো করার ক্ষেত্রে রাসেলের তাগিদটা ছিল লক্ষ করার মতোই।"
কনকচাঁপা আরো বলেন, ‘জীবনে অনেক গান গেয়েছি। অনেক অ্যালবাম করেছি। সত্যি বলতে, এত যত্ন নিয়ে এমন কোনো অ্যালবাম কিংবা গান এর আগে করা হয়নি আমার।’
 
Top