প্রায় ৫ বছর পর ইপি অ্যালবাম নিয়ে ফিরছে দেশের জনপ্রিয় মেটাল ব্যান্ড 'মেটাল মেইজ'। ব্যান্ডের শিরোনামেই আগামী ২৯ মার্চ অ্যালবামটি প্রকাশিত হবে। 'ইপি বা এক্সটেন্ডেড প্লে' অ্যালবাম সাধারণত গুটিকয়েক গান নিয়ে সাজানো হয়।
বিশ্বের বিভিন্ন দেশে ইপি অ্যালবাম প্রকাশের ব্যাপকতা লক্ষ করা যায়। মেটাল মেইজের এ অ্যালবামে মোট তিনটি গান রাখা হয়েছে। গানগুলো হলো-'সভ্যতা', 'রণহুংকার' এবং 'শ্রেষ্ঠত্ব'। ব্যান্ডের সদস্যরাই গানগুলোর সুর-সঙ্গীত করেছেন। ২৯ মার্চ ইনকার্সন মিউজিকের ব্যানারে 'মেটাল মেইজ'র ইপি অ্যালবামটি প্রকাশ পাবে।
এ প্রসঙ্গে ব্যান্ডের গিটারিস্ট ফায়সাল বলেন, "আমরা সব সময় চেষ্টা করি শ্রোতাদের নতুন কিছু উপহার দিতে। আমাদের এবারকার অ্যালবাম আয়োজনের মূলে রয়েছে বাংলাদেশের মেটাল সঙ্গীতাঙ্গনকে নতুন সাউন্ড উপহার দেয়া। অ্যালবামের গানগুলো শুনলেই শ্রোতারা সেটা বুঝতে পারবেন।"
১৯৯৭ সালে মেটাল মেইজ তাদের যাত্রা শুরু করে। এরপর ২০০৩ সালে বাজারে আসে তাদের প্রথম অ্যালবাম 'অজানা অধ্যায়'। ৬ বছর রিবতির পর প্রকাশ হয় দ্বিতীয় অ্যালবাম 'কর্পোরেট রোবট'। একক অ্যালবামের বাইরে ব্যান্ডটি বেশ কয়েকটি মিশ্র অ্যালবামেও গান করেছে। বর্তমানে ব্যান্ডের লাইনআপে আছেন-ফায়সাল (গিটার), সাবি্বর (ভোকাল), শোভন (ড্রামস) এবং মার্ক (গিটার ও স্টুডিও বেইজ)।
 
Top