আসছে স্বাধীনতা দিবস উপলক্ষে
তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জীবনঢুলীর ৮টি
প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছে কিনু আই ফিল্মস। আগামী ২৫ মার্চ পাবলিক
লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে তিনটি এবং ২৬ মার্চে কলাবাগানের বাংলাদেশ
ফিল্ম ইনস্টিটিউটে ছবিটির পাঁচটি প্রদর্শনী আয়োজন করা হচ্ছে। কিনো আই
ফিল্মস-এর সচিব সানু মানিক জানিয়েছেন, ২৫ মার্চ বিকেল ৩টা, ৫টা এবং সন্ধ্যা
৭টায় শাহবাগের পাবলিক লাইব্রেরীতে ছবিটির প্রদর্শনী হবে।
সানু মানিক আরো বলেন, এরপর ২৬ মার্চ বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে (১৬০ কলাবাগান, লেক সার্কাস) ১০টা ৩০ মিনিট, ১২টা ৩০ মিনিট, বিকেল ৩টা, ৫টা, এবং সন্ধ্যা ৭টায় ছবিটির আরো পাঁচটি পদর্শনী অনুষ্ঠিত হবে। জীবনঢুলী চলচ্চিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, তবিবুল ইসলাম বাবু, উত্তম গুহ, ইভা, ইকবাল হোসেন, পরেশ আচার্য্য, আব্দুল হান্নান শেলী, রিয়াজ মাহমুদ জুয়েল, মৃণাল দত্ত, রিমু খন্দকার, জামিলুর রহমান শাখা, আনিছুর রহমান সেলিম, এসএ বুখারী, সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা, রানা মাসুদ, ইকবাল আহমেদ, রাজীব সালেহিন, মতিউর সুমন, অরণ্য এবং গ্রুপ থিয়েটারের সদস্যবৃন্দ।
সানু মানিক আরো বলেন, এরপর ২৬ মার্চ বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে (১৬০ কলাবাগান, লেক সার্কাস) ১০টা ৩০ মিনিট, ১২টা ৩০ মিনিট, বিকেল ৩টা, ৫টা, এবং সন্ধ্যা ৭টায় ছবিটির আরো পাঁচটি পদর্শনী অনুষ্ঠিত হবে। জীবনঢুলী চলচ্চিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, তবিবুল ইসলাম বাবু, উত্তম গুহ, ইভা, ইকবাল হোসেন, পরেশ আচার্য্য, আব্দুল হান্নান শেলী, রিয়াজ মাহমুদ জুয়েল, মৃণাল দত্ত, রিমু খন্দকার, জামিলুর রহমান শাখা, আনিছুর রহমান সেলিম, এসএ বুখারী, সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা, রানা মাসুদ, ইকবাল আহমেদ, রাজীব সালেহিন, মতিউর সুমন, অরণ্য এবং গ্রুপ থিয়েটারের সদস্যবৃন্দ।