মৌসুমি, moushumi
মন জানে না মনের ঠিকানা’ শিরোনামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী মৌসুমী। ছবিটিতে ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। ছবিটিতে অসহায় মেয়েশিশুকে সাহায্য করতে দেখা যাবে মৌসুমীকে।
‘মন জানে না মনের ঠিকানা’ ছবিটি পরিচালনা করছেন মুশফিকুর রহমান গুলজার। এই নিয়ে পঞ্চমবারের মতো মুশফিকের সঙ্গে কাজ করছেন মৌসুমী। ছবিটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম।
মৌসুমী বলেন, “গুলজার ভাই ছবিতে গল্পের প্রাধান্য দেন। তিনি আমার চরিত্র নিয়েও বেশ ভাবেন। ফলে তার ছবি করতে ভালোই লাগে। আশা করছি ছবিটি সবার ভালো লাগবে।"
 
Top