জয়া আহসান, joya ahsan
প্রথমবারের মতো কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। আর এতে 'আবর্ত' ছবিতে অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান। জয়া আহসান জানান, ফিল্ম ফেয়ার সম্পাদক জিতেশ পিল্লাইয়ের বরাত দিয়ে জয়ার কাছে একটি মনোনয়নপত্র আসে গত ১৬ মার্চ। এই মনোনয়নপত্রে লেখা হয়েছে, কলকাতার বাংলা ছবিতে প্রথমবার কাজ করে দৃষ্টিনন্দন অভিনয়ের জন্য তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
কলকাতা থেকে আরেকটি সম্মানজনক পুরস্কার শৈলজানন্দ পদক নিয়ে কয়েকদিন আগেই দেশে ফিরে জয়া বলেন, ‘এবার কলকাতায় গিয়ে অনুষ্ঠানটির ব্যাপকতা সম্পর্কে বুঝতে পেরেছি। শহর জুড়ে বিলবোর্ড, বিভিন্ন স্থানে ভোট প্রদান- সব মিলিয়ে প্রথম বাংলা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস নিয়ে সবার আগ্রহ আকাশচুম্বী। পুরস্কার নিয়ে ভাবছি না, দেশের সীমানা পেরিয়ে অন্য একটি দেশে প্রথমবার অভিনয় করে সমালোচকদের কাছ থেকে মনোনয়ন পাওয়াকেই বড় প্রাপ্তি হিসেবে দেখছি।’
আগামী ২৯ মার্চ সায়েন্স সিটি অডিটোরিয়ামে প্রথম বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে। জয়ার সঙ্গে একই বিভাগে মনোনয়ন পেয়েছেন তৃধা চৌধুরী (মিশর রহস্য), নেহা পান্ডা (মাছ মিষ্টি এন্ড মোর) এবং সোহিনী সরকার (রূপকথা নয়, ফড়িং)। জয়া ছাড়াও আবর্ত ছবির জন্য মনোনয়ন পেয়েছেন সেরা নবাগত পরিচালক অরিন্দম শীল, গীতিকার সুগত গুহ, কণ্ঠশিল্পী উজ্জয়িনী মুখোপাধ্যায়।
এবারই প্রথমবারের মতো কলকাতার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের ঐতিহ্যবাহী এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। আয়োজকরা এও নিশ্চত করেছেন, টালিগঞ্জের বাংলা ছবিকে পৃষ্ঠপোষকতার জন্য ফিল্মফেয়ারের আসর এখন থেকে নিয়মিতই বসবে কলকাতায়।
পুরস্কার জিতুন আর না জিতুন, জয়া আহসানকে আমরা অভিনন্দন জানাতেই পারি।
 
Top