শাকিরা, shakira
ওয়াকা ওয়াকা-র পর এবার "লা লা লা"। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ মাতানো শাকিরা এবার গান গাইবেন ব্রাজিল বিশ্বকাপের জন্য।
জেনিফার লোপেজ-পিটবুলরা ব্রাজিল বিশ্বকাপের প্রথম থিম সং প্রকাশ করেছেন। সেই থিম সঙের নাম "ইউ আর ওয়ান"। পিটবুল-ক্লদিয়া লিটে-জেনিফার লোপজের সেই গানটি শ্রোতাদের মন কাড়লেও শাকিরার "ওয়াকা-ওয়াকা"র জনপ্রিয়তার কাছাকাছি যেতে পারেনি। তাই ফিরলেন শাকিরা। ফিরে এলেন 'ওয়াকা-ওয়াকা টু' 'লা লা লা'-এর মাধ্যমে।
৩৭ বছরের এই কলম্বিয়ান পপ তারকা নিজের এই গান নিজেই লিখেছেন। এই গানের ভিডিওতে দেখা যাবে শাকিরার ছেলেকেও। শাকিরার এই গানটি তাঁর অ্যালবাম "ক্যান নট রিমেম্বার টু ফরগ্যাট ইউ"তেও রয়েছে। পাঁচ বছর বিরতিতে থাকার পর এই অ্যালবাম দিয়েই আবার শ্রোতাদের কাছে ফিরেছেন শাকিরা।
 
Top