গত ২৯ মার্চ শনিবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় ঢাকা থিয়েটারের বহুল প্রশংসিত নাটক ‘দ্য টেম্পেস্ট’। দীর্ঘ প্রায় ১০ মাস পর এই নাটকটি পুনরায় মঞ্চস্থ হলো। সর্বশেষ ২০১৩ সালের ৯ জুন কলকাতার চন্দননগরে রবীন্দ্রভবনে আন্তর্জাতিক নাট্যোত্সবে মঞ্চায়িত হয় ‘দ্য টেম্পেস্ট’।
রাজত্ব থেকে নির্বাসিত হলেন মিলানের অধিপতি প্রসপেরো। শিশুকন্যা মিরান্ডার সঙ্গে প্রসপেরোকে ভাসিয়ে দেয়া হয় সমুদ্রের জলে। ভাসতে ভাসতে বহুদূরে এক দ্বীপে গিয়ে আশ্রয় নেয় তারা। দেখতে দেখতে কেটে যায় বারোটা বছর। হঠাত্ একদিন মাঝসমুদ্রে দুর্নিবার ঝড়ের কবলে পড়ে প্রসপেরোর শত্রুপক্ষের জাহাজ। ভাগ্যের পরিহাসে জাহাজডুবি হয়ে তারা এসে পৌঁছায় সেই একই দ্বীপে। নির্বাসন, প্রতিশোধ, ক্ষমা ও প্রায়শ্চিত্তের সঙ্গে নাটকের উপাদানে যোগ হয় মায়াবিদ্যা ও অতিপ্রাকৃতিক জৈবশক্তি।
ঢাকা থিয়েটারের ৩৬তম প্রযোজনা উইলিয়াম শেক্সপিয়রের দ্য টেম্পেস্ট। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রসপেরো : রুবল লোদী, এরিয়েল : শিমূল ইউসুফ, মিরান্ডা : এশা ইউসুফ, ক্যালিবান : চন্দন চৌধুরী, ফার্দিনান্দ : খাইরুল ইসলাম পাখি, ট্রিংকিউলো : সামিউন জাহান দোলা, স্টেফানো : কামাল বায়েজীদ, অ্যালোনজো : শহীদুজ্জামান সেলিম, গনজালো : রুবাইয়াত্ আহমেদ, অ্যান্টোনিও : সাজ্জাদ রাজীব, সেবাসটান : রফিকুল ইসলাম, স্পিরিট (১) : নীলমনি সিনহা, স্পিরিট (২) : ধীরেন সিনহা।
 
Top