ডিজিটাল সিনেমা নির্মাণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট। কর্মশালা চলবে ১৬ মে থেকে ২১ জুন পর্যন্ত। ১২ দিন ব্যাপী এই কর্মশালা প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।
কর্মশালায় প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রশিক্ষণার্থীরা নিজেরাই শুটিং করে ডিজিটাল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন। কোর্স পরিচালনা করবেন তানভীর মোকাম্মেল।
চলচ্চিত্রের ভাষা, ডিজিটাল ক্যামেরা চালনা, শব্দ গ্রহণ, চিত্রনাট্য, শট ডিভিশন ও সম্পাদনা দিয়ে কোর্সটি সাজানো হয়েছে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন তানভীর মোকাম্মেল, পঙ্কজ পালিত। কোর্সটির সমন্বয়ক হিসেবে থাকছেন নিগার বানু।
কর্মশালায় যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের ১৫ এপ্রিলের মধ্যে বিকাল ৪টা থেকে রাত ৮টার মধ্যে কলাবাগানের বাংলাদেশ ফিল্ম ইন্সটিটিউটের অফিসে যোগাযোগ করতে হবে।
 
Top