মেহজাবীন, mehjabin, mehzabin
আজ ১৯ এপ্রিল মডেল ও অভিনেত্রী লাক্স সুপারষ্টার মেহজাবীনের জন্মদিন। গত বছরের এই দিনে মেহ্জাবীন তার বাবাকে কাছে পাননি। তাই এবার বাবার কাছে তিনি বায়না ধরেছেন এই দিনটিতে যেন বাবা তার পাশে থেকে দোয়া করেন।
এদিকে বড় মেয়ের আবদার রক্ষা করতে বৃহস্পতিবার রাতের ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় এসেছেন মেহজাবীনের বাবা মহিউদ্দিন চৌধুরী।বাবাকে নিয়ে এবারের জন্মদিনটি উদযাপন করবেন বিধায় মেহজাবীন আজ কোন শুটিং রাখেননি। এমনকি কোন টেলিভিশনে লাইভ অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন না। কী করবেন সারাদিন মেহজাবীনের?
মেহজাবীন বললেন, "আব্বুকে নিয়েই এবারের জন্মদিনটি বিশেষভাবে পালন করবো। সেই সাথে আমার ছোট দুই ভাই রাজ-আলিশান, ছোট দুই বোন কায়নাত-মোকাদ্দেস ও আম্মুকে নিয়েই সময় কাটাবো।"
মেহজাবীন তার ভক্তদের কাছে নিজের জন্মদিনে দোয়া চেয়েছেন যেন তিনি সব সময় সুস্থ থাকেন, ভালো থাকেন এবং ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারেন।
 
Top