পদাতিক নাট্য সংসদ আয়োজিত ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’ শুরু হয়েছে ৯ এপ্রিল। এই উৎসবে স্মারক সম্মাননা দেওয়া হবে সাব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও নাট্যজন আলী যাকেরকে। উৎসবের তৃতীয় দিন, ১১ এপ্রিল বিকেলে এই সম্মাননা দেওয়া হবে।

পদাতিক নাট্য সংসদের প্রচার ও গণযোগাযোগ সম্পাদক শাখাওয়াত শিমুল রাইজিংবিডিকে জানিয়েছেন, উৎসবে অংশ নিচ্ছে পদাতিক নাট্য সংসদ, থিয়েটার (বেইলি রোড), মহাকাল নাট্যসম্প্রদায়, সময়, প্রাচ্যনাট, প্রাঙ্গণেমোর ও হবিগঞ্জের জীবনসংকেত এবং ভারতের অনীক।

১২ এপ্রিল পর্যন্ত এই উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হল ও পরীক্ষণ থিয়েটার হলে। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে জাতীয় নাট্যশালার মূল হলের সামনে উন্মুক্ত মঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। নাটক মঞ্চস্থ হবে সন্ধ্যা সাতটায়।

উদ্বোধনী সন্ধ্যায় মূল হলে মঞ্চস্থ হবে হবিগঞ্জের জীবন সংকেত নাট্যগোষ্ঠির নাটক ‘জ্যোতিসংহিতা’ এবং এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে থিয়েটার বেইলী রোডের নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।

১০ এপ্রিল সন্ধ্যায় মঞ্চস্থ হবে মহাকাল নাট্য সম্প্রদায় নাটক ‘প্রমিথিউস’ এবং প্রাচ্যনাট-এর নাটক ‘বনমানুষ’। ১১ এপ্রিল সন্ধ্যায় মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদ এর নাটক ‘ম্যাকবেথ’ এবং ভারতের অনিক থিয়েটার এর নাটক ‘এডভেনচার কারে কয়’।

১২ এপ্রিল উৎসবের সমাপনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের নাটক ‘শ্যামাপ্রেম’ এবং সময় নাট্যগোষ্ঠির নাটক ‘ভাগের মানুষ’। ৯ এপ্রিল সন্ধ্যায় উৎসব উদ্বোধন করবেন রামেন্দু মজুমদার, ড. ইনামুল হক ও উৎসব অংশগ্রহণকারী সকল নাট্যদলের দলপ্রধান ও নাট্যকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন , বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেল ঝুনা চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন পদাতিক নাট্য সংসদের সভাপতি তাসনিন হোসাইন তানু।

ভাষাসৈনিক ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ৯১তম জন্মদিন ১১ এপ্রিল। এ উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল থেকে প্রতিবছর ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’ অনুষ্ঠান আয়োজন করছে।
 
Top