দীর্ঘদিন পর আবারও সরব হতে চলেছেন বালাম। আবারও এই সঙ্গীত শিল্পী তার ভক্তদের জন্য নিয়ে নতুন অ্যালবাম নিয়ে আসছেন। এবারের অ্যালবামটি তিনি সাজিয়েছেন একদম ভিন্ন আঙ্গিকে। 'এক মুঠো রোদ্দুর'-এর মতো এবার মেলোডিয়াস গান থাকছে না এই নতুন অ্যালবামে।
নতুন অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন, "অনেকটা একঘেয়েমী থেকে বের হয়ে আসতেই নতুন অ্যালবামে নতুনত্ব দেয়ার চেষ্ঠা করেছি। সেক্ষেত্রে এবার হার্ডরক ধাঁচের গানই থাকছে। আর হার্ডরক গান সাধারনত যে ধরনের লিরিক ডিমান্ড করে সে রকম লিরিক নিয়েই কাজ করছি। আশা করি, আমার এই অ্যালবাম শুনে শ্রোতারা আমাকে নতুনভাবে আবিস্কার করতে পারবেন।"
তবে কবে নাগাদ অ্যালবামটি বাজারে অসবে সে সম্পর্কে কিছু বলেন নি তিনি। তিনি বলেছেন 'সুবিধা জনক সময়ে' ওই অ্যালবাম মুক্তি দেয়া হবে। কোন ব্যানার থেকে অ্যালবামটি বাজারে আসবে জানতে চাইলে তিনি বলেন, "এখনও আলোচনা চলছে। যাদের সঙ্গে ব্যাটে-বলে হবে তাদেরকেই অ্যালবামটি দেব।"
উল্লেখ্য, বালাম এক সময় ওয়ারফেইজের ভোকাল ছিলেন। সে সময় তিনি অনেক রক গান করেছেন। কিন্তু, ওয়ারফেজ ছেড়ে তিনি যখন সলো ক্যারিয়ার শুরু করেন তখন তার রক সঙ্গীত প্রিয় শ্রোতারা একটু মনক্ষুন্নই হয়েছিলেন। কারন, সলো ক্যারিয়ারে বালাম মেলোডি গান শুরু করেছিলেন। এবার হয়তো তার পুরনো শ্রোতারা আবার তার শুনে আনন্দ পাবেন।
 
Top