প্রতি সপ্তাহেই হলিউড-বলিউডে রোমান্টিক, অ্যাকশন, থ্রিলারধর্মী সব নতুন
নতুন ছবি মুক্তির হিড়িক পড়ে যায়। আর সময় ব্যয় করে দেখা এ ছবিগুলো যদি ভালো
না হয় তবে স্বভাবতই বিরক্ত হন দর্শক। সেই বিরক্তি দূর করতেই এ সপ্তাহে
মুক্তি তালিকার কয়েকটি হলিউড-বলিউড ছবি নিয়ে আজকের আয়োজন।
৩০০: রাইজ অব এন অ্যাম্পায়ার
৩০০ ছবির কাহিনী গড়ে উঠে দুই গোষ্ঠী থেমেস্টক্যাল এবং এক্সারসেজ নাভেল কমান্ডারের যুদ্ধ বিগ্রহ নিয়ে। তবে এর নতুন নতুন অধ্যায়ের সাথে দর্শকদের পরিচয় ঘটাতে পরিচালক নোয়াম মুর নিয়ে এলো ‘৩০০: রাইজ অব এন অ্যাম্পায়ার’। সবার সুবিধার্থে জানিয়ে রাখা দরকার যে এই ছবিটি ‘৩০০’র প্রিকুয়েল বা সিকেয়েল নয় ভিন্ন আঙ্গিকে পার্সিয়ান এবং গ্রিকদের মধ্যকার টানাপোড়নকে তুলে ধরা হয়েছে। পুরোপুরি একটি নতুন কাহিনীর আলোকে তৈরি করা হয়েছে ছবিটি। ২০০৭ সালে মুক্তি প্রাপ্ত হিট ছবি ‘৩০০’র ১০ বছর পরের কাহিনী তুলে ধরবেন পরিচালক।
ইন ফিয়ার
শহরের নিকটবর্তী একটি সঙ্গীত সন্ধ্যা থেকে ফেরার পথে রাস্তা হারিয়ে ফেলে তরুণ জুটি টম এবং লুসি। গাড়ি চালাতে চালাতে হঠাৎই আবিষ্কার করতে পারে ঘুঁটঘুঁটে অন্ধকার রাস্তার জালে ধরা পরেছে তারা। এটাও রাতে সাথে নিরাপত্তার নামে শুধুমাত্র একটি গাড়ি আর কিছুই না। সে কি ভয়ংকর ব্যাপার। এখানেই শেষ নয় ধীরে ধীরে দুজনই উপলব্ধি করতে পারে তৃতীয় কোন কিছুর অস্তিত্ব। কিন্তু সেটা কি? ভাবতে ভাবতে তাদের দিনটি দুঃস্বপ্নে পরিণত হয়। জেরমি লাভারিং পরিচালিত ‘ইন ফিয়ার’ ছবিটি ইতোমধ্যেই ৯টি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে এবং ছবি সমালোচক থেকে শুরু করে দর্শককেও মন্ত্রমুগ্ধ করতে সক্ষম হয়।
কুইন
৭ মার্চ মুক্তি পেতে যাচ্ছে কঙ্গনা রানাউত অভিনীত এবং ভিকি বেহল পরিচালিত কুইন ছবিটি। ইতোমধ্যেই মুভি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এই ছবিটি। ধারণা করা হচ্ছে কুইন ছবিটি কঙ্গনা রানাউতের ক্যারিয়ারে নিতুন দিক উন্মোচন করবে। তবে বিশ্ব মহিলা দিবস ৮ মাড়ছে ছবিটি মুক্তি দেয়ার কথা থাকলেও ৭ মার্চই প্রকৃত পক্ষে মুক্তি দেয়া হচ্ছে। কঙ্গনাকে মাথায় রেখেই পরিচালক ভিকি ছবির স্ক্রিপ্ট লেখেন। ছবিতে দেখা যাবে, ২৪ বছর বয়সী পাঞ্জাবী মেয়ে রানী(কঙ্গনা) দিল্লির একটি রক্ষনশিল পরিবারে বেড়ে উঠে। নিরাপত্তার কথা ভেবে রানীর ভাই সবসময়ই তাকে চোখে চোখে রাখে। একদা সড়ক দুর্ঘটনায় রানী তার সদ্য বিবাহিত স্বামীকে হারিয়ে পুরোপুরি দ্বিধায় পড়ে যায়। কি করবে বুঝতে পারে না। তাই একাই বেরিয়ে পড়ে হানিমুন উদযাপনে।
‘দ্যা ফেস অব লাভ’
একটি মিষ্টি প্রেমের কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে ‘দ্যা ফেস অব লাভ’ ছবিটি। এরি পসিন পরিচালিত ‘দ্যা ফেস অব লাভ’ ছবিতে অভিনয় করেছেন এনেট বেনিং, এড হেরিস, রবিন উইলিয়ামস, এমি ব্রেনেম্যান এবং জেস ওয়েক্সলার প্রমুখ। ছবিতে দেখা যাবে, পাঁচ বছর আগে জীবনের সবথেকে কাছের এবুং ভালোবাসার মানুষ স্বামী গেরেটকে হারান নিকি। স্বামী হারানর কষ্ট যখন ধীরে ধীরে ভুলতে বসেছিলেন নিকি তখনই হঠাৎ করেই সম্মুখীন হন হুবুহু গেরেটের মতো দেখতে এক লোকের। এখানেই শেষ নয় শধুমাত্র যে চেহারাতেই নয় চলন বলন এমন কি জীবন দর্শন, চিত্র কর্মের প্রতি দুর্বলতা সবই যেন মিলে যায় নিকির প্রিয়তম স্বামী গেরেটের সাথে। এসব সাদৃশ্যই ধীরে ধীরে একইরকম দেখতে লোকটির প্রেমে পড়ে যায় নিকি। প্রেমের গহিন সমুদ্রে অবগাহন করা নিকি কখনোই তার ভালোবাসার মানুষটিকে বলতে পারে না তার জীবনের অন্তিম সত্যটি।
গুলাব গ্যাং
নিজের অস্তিত্তকে ধরে রাখে প্রতিনিয়ত সংঘর্ষ করে যেতে হয় ভারতীয় নারীদের। আর এমনই সব নারীদের জীবন যুদ্ধের উপর নির্মিত হল ‘গুলাব গ্যাং’ ছবিটি। সৌমিক সেন পরিচালিত এই ছবিতে এবারই প্রথম দেখা যাবে জুহি চাওলা এবং মাধুরী দীক্ষিতকে। ‘গুলাব গ্যাং’-এর গল্প অনুপ্রেরণা পেয়েছে বাস্তবের গুলাবি গ্যাংয়ের প্রধান সম্পত পালের জীবনি থেকে। ছবিতে দেখানো হবে, গোলাপি রঙয়ের পোশাক পরিধেয় মহিলাদের গ্যাং সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই গুলাব গ্যাংয়ের প্রধানের চরিত্রে অভিনয় করেন মাধুরী দীক্ষিত এবং ভিলেনের চরিত্রে দেখা যাবে জুহি চাওলাকে।
৩০০: রাইজ অব এন অ্যাম্পায়ার
৩০০ ছবির কাহিনী গড়ে উঠে দুই গোষ্ঠী থেমেস্টক্যাল এবং এক্সারসেজ নাভেল কমান্ডারের যুদ্ধ বিগ্রহ নিয়ে। তবে এর নতুন নতুন অধ্যায়ের সাথে দর্শকদের পরিচয় ঘটাতে পরিচালক নোয়াম মুর নিয়ে এলো ‘৩০০: রাইজ অব এন অ্যাম্পায়ার’। সবার সুবিধার্থে জানিয়ে রাখা দরকার যে এই ছবিটি ‘৩০০’র প্রিকুয়েল বা সিকেয়েল নয় ভিন্ন আঙ্গিকে পার্সিয়ান এবং গ্রিকদের মধ্যকার টানাপোড়নকে তুলে ধরা হয়েছে। পুরোপুরি একটি নতুন কাহিনীর আলোকে তৈরি করা হয়েছে ছবিটি। ২০০৭ সালে মুক্তি প্রাপ্ত হিট ছবি ‘৩০০’র ১০ বছর পরের কাহিনী তুলে ধরবেন পরিচালক।
ইন ফিয়ার
শহরের নিকটবর্তী একটি সঙ্গীত সন্ধ্যা থেকে ফেরার পথে রাস্তা হারিয়ে ফেলে তরুণ জুটি টম এবং লুসি। গাড়ি চালাতে চালাতে হঠাৎই আবিষ্কার করতে পারে ঘুঁটঘুঁটে অন্ধকার রাস্তার জালে ধরা পরেছে তারা। এটাও রাতে সাথে নিরাপত্তার নামে শুধুমাত্র একটি গাড়ি আর কিছুই না। সে কি ভয়ংকর ব্যাপার। এখানেই শেষ নয় ধীরে ধীরে দুজনই উপলব্ধি করতে পারে তৃতীয় কোন কিছুর অস্তিত্ব। কিন্তু সেটা কি? ভাবতে ভাবতে তাদের দিনটি দুঃস্বপ্নে পরিণত হয়। জেরমি লাভারিং পরিচালিত ‘ইন ফিয়ার’ ছবিটি ইতোমধ্যেই ৯টি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে এবং ছবি সমালোচক থেকে শুরু করে দর্শককেও মন্ত্রমুগ্ধ করতে সক্ষম হয়।
কুইন
৭ মার্চ মুক্তি পেতে যাচ্ছে কঙ্গনা রানাউত অভিনীত এবং ভিকি বেহল পরিচালিত কুইন ছবিটি। ইতোমধ্যেই মুভি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এই ছবিটি। ধারণা করা হচ্ছে কুইন ছবিটি কঙ্গনা রানাউতের ক্যারিয়ারে নিতুন দিক উন্মোচন করবে। তবে বিশ্ব মহিলা দিবস ৮ মাড়ছে ছবিটি মুক্তি দেয়ার কথা থাকলেও ৭ মার্চই প্রকৃত পক্ষে মুক্তি দেয়া হচ্ছে। কঙ্গনাকে মাথায় রেখেই পরিচালক ভিকি ছবির স্ক্রিপ্ট লেখেন। ছবিতে দেখা যাবে, ২৪ বছর বয়সী পাঞ্জাবী মেয়ে রানী(কঙ্গনা) দিল্লির একটি রক্ষনশিল পরিবারে বেড়ে উঠে। নিরাপত্তার কথা ভেবে রানীর ভাই সবসময়ই তাকে চোখে চোখে রাখে। একদা সড়ক দুর্ঘটনায় রানী তার সদ্য বিবাহিত স্বামীকে হারিয়ে পুরোপুরি দ্বিধায় পড়ে যায়। কি করবে বুঝতে পারে না। তাই একাই বেরিয়ে পড়ে হানিমুন উদযাপনে।
‘দ্যা ফেস অব লাভ’
একটি মিষ্টি প্রেমের কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে ‘দ্যা ফেস অব লাভ’ ছবিটি। এরি পসিন পরিচালিত ‘দ্যা ফেস অব লাভ’ ছবিতে অভিনয় করেছেন এনেট বেনিং, এড হেরিস, রবিন উইলিয়ামস, এমি ব্রেনেম্যান এবং জেস ওয়েক্সলার প্রমুখ। ছবিতে দেখা যাবে, পাঁচ বছর আগে জীবনের সবথেকে কাছের এবুং ভালোবাসার মানুষ স্বামী গেরেটকে হারান নিকি। স্বামী হারানর কষ্ট যখন ধীরে ধীরে ভুলতে বসেছিলেন নিকি তখনই হঠাৎ করেই সম্মুখীন হন হুবুহু গেরেটের মতো দেখতে এক লোকের। এখানেই শেষ নয় শধুমাত্র যে চেহারাতেই নয় চলন বলন এমন কি জীবন দর্শন, চিত্র কর্মের প্রতি দুর্বলতা সবই যেন মিলে যায় নিকির প্রিয়তম স্বামী গেরেটের সাথে। এসব সাদৃশ্যই ধীরে ধীরে একইরকম দেখতে লোকটির প্রেমে পড়ে যায় নিকি। প্রেমের গহিন সমুদ্রে অবগাহন করা নিকি কখনোই তার ভালোবাসার মানুষটিকে বলতে পারে না তার জীবনের অন্তিম সত্যটি।
গুলাব গ্যাং
নিজের অস্তিত্তকে ধরে রাখে প্রতিনিয়ত সংঘর্ষ করে যেতে হয় ভারতীয় নারীদের। আর এমনই সব নারীদের জীবন যুদ্ধের উপর নির্মিত হল ‘গুলাব গ্যাং’ ছবিটি। সৌমিক সেন পরিচালিত এই ছবিতে এবারই প্রথম দেখা যাবে জুহি চাওলা এবং মাধুরী দীক্ষিতকে। ‘গুলাব গ্যাং’-এর গল্প অনুপ্রেরণা পেয়েছে বাস্তবের গুলাবি গ্যাংয়ের প্রধান সম্পত পালের জীবনি থেকে। ছবিতে দেখানো হবে, গোলাপি রঙয়ের পোশাক পরিধেয় মহিলাদের গ্যাং সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই গুলাব গ্যাংয়ের প্রধানের চরিত্রে অভিনয় করেন মাধুরী দীক্ষিত এবং ভিলেনের চরিত্রে দেখা যাবে জুহি চাওলাকে।