scarllett johansson, স্কারলেট জোহানসন
'দ্য অ্যাভেঞ্জার্স' খ্যাত হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী স্কারলেট জোহানসন মা হতে চলেছেন। এটিই হবে তার প্রথম সন্তান। হলিউড পাড়ার অন্যতম সেরা সুন্দরী হিসেবে খ্যাত জোহানসন পাঁচ মাসের গর্ভবতী। আগত এ সন্তানের মা হতে মুখিয়ে আছেন এ লাস্যময়ী তারকা। এ সন্তানের বাবা হতে চলেছেন বন্ধু ফ্রেঞ্চ সাংবাদিক রোমেন ডরিয়াখ।

'ই নিউজ' জানায়, আগামী আগস্টেই আগত সন্তানকে কোলে নিতে পারবেন দুজনই। ২০১২ সালে এ দুজন তাদের সম্পর্কের কথা জনসম্মুখে আনেন। তবে সন্তান আসার আগেই বিয়ের কাজটা সারতে মোটেই অস্থির নন ২৯ বছর বয়েসী স্কারলেট।

গুড মর্নিং আমেরিকাকে এই তারকা সম্প্রতি জানিয়েছেন, বিয়ের বিষয়টি এখন একদমই মাথায় নেই। পরে চিন্তা করা যাবে।

উল্লেখ্য, এটি স্কারলেটের দ্বিতীয় বিয়ে হবে। এর আগে ২০১১ সালের দিকে অভিনেতা রায়ান রেনল্ডসের সাথে দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টানার পর ২০১২ সালে ফ্রান্সের স্বনামধন্য সাংবাদিক ও বিজ্ঞাপন সংস্থার কর্ণধার রোমেইন ডরিয়াকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। গত বছরের সেপ্টেম্বর মাসে তাদের দু'জনার মধ্যে বাগদান সম্পন্ন হয়।

সূত্র : ইন্ডিয়া টুডে
 
Top