২০১৩ সালে বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা ছিল সাভারের রানা প্লাজা ভবন
ধ্বস। এই ভবন ধ্বসের ঘটনায় ১২০০’র অধিক শ্রমিকের মৃত্যু হয়, এখনও অনেক
শ্রমিক নিখোঁজ। সেই ঘটনার ১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ‘রেশমা’ নামে এক
শ্রমিকে জীবিত উদ্ধার করা হয়। সেই ঘটনা নিয়ে পরিচালক নজরুল ইসলাম খান
‘রানা প্লাজার রেশমা’ নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন। এই ছবিতে প্রথম বারের
মত জুটি গড়লেন সাইমন ও পরী মনি। আর রেশমা চরিত্রে অভিনয় করছে পরী মনি।
এমএ মাল্টিমিডিয়া নামে নতুন প্রযোজনা সংস্থা ছবিটি প্রযোজনা করেছে। ছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন মুজতবা সউদ। সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।
এ ছবিতে আরও অভিনয় করবেন আবুল হায়াৎ, মিজু আহমেদ, শিরিন আলম, রাশেদা চৌধুরী, হাবিব খান, প্রবীর মিত্র ও কাবিলা প্রমুখ। ইতিমধ্যেই ছবিটির পুরো শুটিং শেষ হয়েছে। তবে দুইটি গান এখনও বাকি আছে। ছবিটির এডিটিং ও ডাবিং শেষ করে, মে দিবসে ‘রানা প্লাজা রেশমা’ চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হতে পারে।
এমএ মাল্টিমিডিয়া নামে নতুন প্রযোজনা সংস্থা ছবিটি প্রযোজনা করেছে। ছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন মুজতবা সউদ। সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।
এ ছবিতে আরও অভিনয় করবেন আবুল হায়াৎ, মিজু আহমেদ, শিরিন আলম, রাশেদা চৌধুরী, হাবিব খান, প্রবীর মিত্র ও কাবিলা প্রমুখ। ইতিমধ্যেই ছবিটির পুরো শুটিং শেষ হয়েছে। তবে দুইটি গান এখনও বাকি আছে। ছবিটির এডিটিং ও ডাবিং শেষ করে, মে দিবসে ‘রানা প্লাজা রেশমা’ চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হতে পারে।