আলিশা প্রধান, alisha pradan
কোন ছবি মুক্তি পাওয়ার আগেই নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন সময়ের তরুন চলচ্চিত্র অভিনেত্রী আলিশা প্রধান । একের পর এক নতুন নতুন ছবিতে কাজ করছেন তিনি। কিন্তু এবার একদমই নতুন একজন অভিনেতার সাথে জুটি হয়ে অভিনয় করবেন তিনি । সম্প্রতি শুটিং শুরু হওয়া দেশা দ্যা লিডার চলচ্চিত্রের নায়ক শিপন থাকছেন তার নতুন এই চলচ্চিত্রের নায়ক ।
জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা জাকির হসেন রাজুর ”প্রেমের কাজল” শিরোনামের এই চলচ্চিত্রের কাজ গতকাল ঢাকার স্টুডিওতে গানের কাজ শুরু হওয়ার মধ্য দিয়ে নতুন ছবির যাত্রা শুরু করেন । এ সময় চলচ্চিত্রের অভিনেত্রী আলিশা, পচিয়ালক রাজু, ও সঙ্গীত পরিচালক সফিক তুহিন সহ অনেক চলচ্চিত্র মোদীরা উপস্থিত ছিলেন ।
আলিশা ও শিপন অভিনীত এই চলচ্চিত্রটিও প্রযোজনা করবেন কার্নিভাল পিকচার্স। কেননা আলিশার এটি ৪ নাম্বার চলচ্চিত্র তার অভিনীত প্রথম চলচ্চিত্রটিও প্রযোজনা করে কার্নিভাল পিকচার্স । এ দিকে শিপনের প্রথম চলচ্চিত্র হল সৈকত নাসির পরিচালিত দেশা দ্যা লিডার । এই ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করছেন , সাথে আছেন নায়িকা মাহিয়া মাহি । প্রেমের কাজল ছবিতে শিপন ও আলিশা প্রধান ছাড়া ছবিটিতে আরও অভিনয় করছেন আলীরাজ, অমিত হাসান ও কাবিলা প্রমুখ।
 
Top