বাংলা সাহিত্যের জনপ্রিয় উপন্যাসিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘একজন মায়াবতী’ অবলম্বনে একটি দীর্ঘ ধারাবাহিক নাটক নির্মাণ করছেন অন্যদিন সম্পাদক ও নাট্যনির্মাতা মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলাম খুব বেছে বেছে নাটক তৈরি করেন। তাই বেশ সময় নিয়ে প্রিয় লেখক হুমায়ূন আহমেদের উপন্যাসটিকে নাট্যরূপ দেয়ার দায়িত্ব দেন আরেক নন্দিত নাট্যকার অরুণ চৌধুরীকে।
৫২ পর্বের ধারাবাহিক এ নাটকে মনজুর চরিত্রে মাহফুজ আহমেদ ও জাহানার চরিত্রে অভিনয় করছেন ফারহানা মিলি। এতে আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, সোহেল খান, আবদুল্লাহ নাসের প্রমুখ।
নাটকটির নির্মাণ কাজ ৩রা মার্চ থেকে শুরু হয়ে একটানা ১৬ই মার্চ পর্যন্ত চলে। উত্তরা, ধানমন্ডি, পান্থপথের ইউটিসি ভবন, হলি ফ্যামিলি হাসপাতালসহ বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ করা হয়।
নাটকটি প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘আমি এখন চলচ্চিত্রের অভিনয় নিয়ে ব্যস্ত। কিন্তু নাটকটিতে কাজ করার ব্যাপারে অনেক আগেই কথা বলেছিলেন মাজহারুল ইসলাম। তাই নাটকটির কাজ করছি।’
মিলি বলেন,‘আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল হুমায়ূন আহমেদের গল্প কিংবা উপন্যাসে কাজ করার। এবার সেই স্বপ্ন পূরণ হয়েছে।’
মাজহারুল ইসলাম জানান, ধারাবাহিক নাটকটি প্রচারিত হবে চ্যানেল আইয়ে।
 
Top