হৃদয় খান, সুজানা, hridoy khan, shujana, sujana, suzana, shuzana
হলিউড থেকে শুরু করে ঢালিউড রূপালি জগতের তারকাদের নিয়ে আলোচনা হবে না তা কি হয়? আলোচনার বিষয়বস্তুতে তাদের প্রেমই যেন সব থেকে গরম বিষয়। আলোচিত গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খানের সঙ্গে মডেল-অভিনয়শিল্পী সুজা। দুজনার প্রেম নিয়ে অনেক দিন ধরেই জোর গুঞ্জন চলছে। বিষয়টি নিয়ে তাঁদের কেউই স্পষ্ট কিছুই বললেও তাদের নানা কার্যকলাপে সব কিছুই স্পষ্ট।
সম্প্রতি সুজানা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হৃদয় তাঁকে অনেক ভালোবাসেন। তিনি সুজানার অনেক ভালো একজন বন্ধুও।
হৃদয় খান শুধু আপনাকে ভালোবাসেন নাকি আপনিও তাঁকে ভালোবাসেন, জানতে চাইলে সুজানা বলেন, "হৃদয়কে আমি পছন্দ করি। অনেক বেশি পছন্দ। কিন্তু ভালোবাসি না।"
না ভালোবাসার কারণ হিসেবে সুজানা বলেন, "আমার মতে, যাকে ভালোবাসব তাঁকেই বিয়ে করব। তাই এখনো পর্যন্ত যেহেতু সে রকম কোনো সম্ভাবনা নেই, সেহেতু তাঁকে ভালোবাসার প্রশ্নটাও আসছে না।"
হৃদয়ের সঙ্গে সুজানার বিয়ে প্রসঙ্গে সুজানা বলেন, "এটা আল্লাহ ভালো জানেন। ভবিষ্যতের কথা তিনিই ভালো বলতে পারেন। তা ছাড়া আমার বিয়ের সব দায়িত্ব আমার পরিবারের ওপরই ছেড়ে দিয়েছি। হৃদয়ের প্রতি পছন্দ যদি ভালোবাসায় রূপ নেয় তাহলে বিয়ে করতেও পারি।"
কাজের প্রসঙ্গে সুজানা বলেন, "আমি এখন নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং করছি। এটিতে আমার সহশিল্পী চঞ্চল চৌধুরী।"
নাটক ছাড়া এখন আর কী করছেন জানতে চাইলে সুজানা বলেন, "সামনে পরিবারের সবাই মিলে যুক্তরাষ্ট্রে ঘুরতে যাব। বেশ কিছুদিন থাকার পর ঢাকায় ফিরে নতুন কিছু কাজে হাত দেব।"
 
Top