মাদক আর মাদকের ভয়াবহতা ও ফলাফল
নিয়ে ফয়সাল খান রিপন নির্মাণ করলেন ‘The Smoke’। নাটকটিতে মাদক কিভাবে একটি
তরুণের স্বপ্ন এবং জীবনকে ধ্বংস করে দেয় সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা
করা হয়েছে বলে জানিয়েছে নাইম আশরাফ।
ফয়সাল খান রিপন বলেন, গল্পটা এত সুন্দর আর সচেতেনতামূলক যার ফলে আমার কাছে মনে হয়েছে এই মহুর্তে এরকম গল্পনির্ভর একটি টেলিফিল্ম নির্মাণের প্রয়োজন।
নাটকের গল্প সম্পর্কে তিনি আরও বলেন, এখানে একজন তরুনী (তমা)। একাকিত্ব থেকে মুক্তি পাওয়া এবং মডেল হওয়ার বড় স্বপ্ন নিয়ে মিডিয়াতে পা রাখতে চান কিন্তু তার এই স্বপ্ন আর দুর্বলতার সুযোগ নিয়ে পাশা হায়দার তার সবকিছু কেড়ে নেন। পাশা হায়দার তমাকে স্বপ্নের দেশে উড়িয়ে ইয়াবাতে অভ্যস্ত করেন। কিন্তু তাকে কোন কাজ দেন না। এর মধ্যে তমা পুরোদমে মাদকাসক্ত হয়ে উঠে। এভাবে একজন স্বপ্নবাজ তরুণীর স্বপ্নভাঙ্গা এবং মাদকাসক্ত হওয়া এবং তারই কঠিন পরিণিতি উঠে এসেছে ‘The Smoke’ এ।
নাইম আশরাফ বলেন, মাদক কিভাবে একটি তরুণের স্বপ্ন এবং জীবনকে ধ্বংস করে দেয় সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, একাকিত্ব, কিছু প্রত্যশা, কিছু অবহেলা, কিছু ভুল মানুষ, কিছু ভুল সম্পর্ক, মানুষকে ভুল পথে নিয়ে যায়। যে পথের কারনে মা বাবা তাদের চোখের সামনে সন্তানের ধংস দেখেন, একজন প্রেমিক/প্রেমিকা তার চোখের সামনেই প্রিয় মানুষের ধংসের পথে হাটা দেখেন, ফেরানোর চেষ্টা করেও যখন ফেরানো যায় না তার থেকে বড় আর কি কষ্ট হতে পারে? এরকম কিছু কারন আর প্রশ্নই (Smoke) ধোয়ার মত জীবনকে উরিয়ে দেবার নাম জীবন নয়, জীবনকে শুধু রংহীন ভেবে রং এ ভরিয়ে তুলতে যা ইচ্ছে তাই করার নাম জীবন নয়। কখনো কখনো সাদা কালো জীবনকে ও উপভোগ করতে হয় নিজের মত করে উচ্চভিলাসিতা! তাই বলে নিজের সবকিছু বিকিয়ে নয়। অপ্রাপ্তি, হতাশা, প্রেম বিরহ, অভাব, অসংগতি, কারন যাই থাকুক মাদককে না বলতে হবে। সবাই একসাথে মাদকের বিরুদ্ধে সংগ্রাম করবো।
নাটকটিতে অভিনয় করেছেন, তানহা, আদনান, পুলক, সাইদা জ্যেতি আরো অনেকে। বনশ্রীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটির প্রযোজনা করেছেন হাতিরঝিল মিডিয়া প্রডাকশন।
ফয়সাল খান রিপন বলেন, গল্পটা এত সুন্দর আর সচেতেনতামূলক যার ফলে আমার কাছে মনে হয়েছে এই মহুর্তে এরকম গল্পনির্ভর একটি টেলিফিল্ম নির্মাণের প্রয়োজন।
নাটকের গল্প সম্পর্কে তিনি আরও বলেন, এখানে একজন তরুনী (তমা)। একাকিত্ব থেকে মুক্তি পাওয়া এবং মডেল হওয়ার বড় স্বপ্ন নিয়ে মিডিয়াতে পা রাখতে চান কিন্তু তার এই স্বপ্ন আর দুর্বলতার সুযোগ নিয়ে পাশা হায়দার তার সবকিছু কেড়ে নেন। পাশা হায়দার তমাকে স্বপ্নের দেশে উড়িয়ে ইয়াবাতে অভ্যস্ত করেন। কিন্তু তাকে কোন কাজ দেন না। এর মধ্যে তমা পুরোদমে মাদকাসক্ত হয়ে উঠে। এভাবে একজন স্বপ্নবাজ তরুণীর স্বপ্নভাঙ্গা এবং মাদকাসক্ত হওয়া এবং তারই কঠিন পরিণিতি উঠে এসেছে ‘The Smoke’ এ।
নাইম আশরাফ বলেন, মাদক কিভাবে একটি তরুণের স্বপ্ন এবং জীবনকে ধ্বংস করে দেয় সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, একাকিত্ব, কিছু প্রত্যশা, কিছু অবহেলা, কিছু ভুল মানুষ, কিছু ভুল সম্পর্ক, মানুষকে ভুল পথে নিয়ে যায়। যে পথের কারনে মা বাবা তাদের চোখের সামনে সন্তানের ধংস দেখেন, একজন প্রেমিক/প্রেমিকা তার চোখের সামনেই প্রিয় মানুষের ধংসের পথে হাটা দেখেন, ফেরানোর চেষ্টা করেও যখন ফেরানো যায় না তার থেকে বড় আর কি কষ্ট হতে পারে? এরকম কিছু কারন আর প্রশ্নই (Smoke) ধোয়ার মত জীবনকে উরিয়ে দেবার নাম জীবন নয়, জীবনকে শুধু রংহীন ভেবে রং এ ভরিয়ে তুলতে যা ইচ্ছে তাই করার নাম জীবন নয়। কখনো কখনো সাদা কালো জীবনকে ও উপভোগ করতে হয় নিজের মত করে উচ্চভিলাসিতা! তাই বলে নিজের সবকিছু বিকিয়ে নয়। অপ্রাপ্তি, হতাশা, প্রেম বিরহ, অভাব, অসংগতি, কারন যাই থাকুক মাদককে না বলতে হবে। সবাই একসাথে মাদকের বিরুদ্ধে সংগ্রাম করবো।
নাটকটিতে অভিনয় করেছেন, তানহা, আদনান, পুলক, সাইদা জ্যেতি আরো অনেকে। বনশ্রীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটির প্রযোজনা করেছেন হাতিরঝিল মিডিয়া প্রডাকশন।