বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে পালিত হয়েছে বিশ্ব মূকাভিনয় দিবস। শনিবার দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল ১০টায় এটা শুরু হয় জাতীয় প্রেসক্লাব থেকে। শেষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে।
বাংলাদেশে অবস্থানরত ইন্টারন্যাশনাল মাইম অ্যাম্বাসেডর কাজী মশহুরুল হুদা র‌্যালির নেতৃত্ব দেন। র‌্যালিতে অংশ নেন মূকাভিনয় শিল্পী বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সভাপতি জাহিদ রিপন, রাজ, নীথর মাহবুব প্রমুখ।
এরপর সোহরাওয়ার্দির উন্মুক্ত মঞ্চে বিভিন্ন দলের মাইম প্রদর্শনী হয়। এতে অংশ নেয় বাংলাদেশ হুদা মাইম ক্লাব, স্বপ্নদল, ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন, মাইম আর্ট, জ্যান্টেলম্যান পেন্টমাইম স্বপ্নদল, নারায়ানগঞ্জের শ্রুতি সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দলের কর্মীরা।
উল্লেখ্য, প্রখ্যাত মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর জন্ম ও মৃত্যু তারিখ ছিল ২২ মার্চ। ২০১১ সাল থেকে মার্সোকে স্মরণ করে দিনটিকে স্মরণ করা হয়। এ বছর ওয়ার্ল্ড মাইম ডে’তে উদযাপিত হয় মার্সেল মার্সোর ৯৩তম জন্মবার্ষিকী।
সূত্রঃ রাইজিংবিডি.কম
 
Top