আদ্রিজা মম- মায়ার প্রতিদিন চুল পড়ছে ।
বয়স বেশি না । কিন্তু চুল পড়ে যাচ্ছে বলে ভীষণ চিন্তায় পড়ে গেল সে ।
তার বান্ধবী রাহা । রাহার কাছে একদিন একাডেমিয়ায় গিয়ে জানতে চাইল, ‘
রাহা , চুল পড়ছে । কী করবো রে ।’ রাহা এক বিউটিশিয়ানের ঠিকানা দিয়ে বলল
পরামর্শ নিতে । মায়া গেলো সেই বিউটিশিয়ানের কাছে । তিনি কিছু টিপস দিলেন
এবং জানালেন কেনো চুল পড়ে ।
বিউটিশিয়ানের ভাষ্য
অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের শরীরে
আয়রনের অভাবে চুল পড়ে। আয়রনের অভাবে আমাদের দেহে লহিত রক্ত কণিকার
সংখ্যা কমে যায়, যা আমাদের চুলের গোঁড়ার(হেয়ার ফলিকল) জন্য খুব
গুরুত্বপূর্ণ। খুব সহজেই একটি ছোট ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে আমরা
নিশ্চিত হতে পারি শরীরে লহিত রক্ত কণিকার সংখ্যা কম কিনা। যদি তাই হয়,
তাহলে প্রচুর পরিমাণে লাল শাক, কচুর শাক খেতে হবে। এতেও যদি লহিত রক্ত
কণিকার সংখ্যা বৃদ্ধি না পায় তাহলে আয়রন ও ভিটামিন সির(শরীরে আয়রন
গ্রহণে সহায়তা করে) সংমিশ্রণে কিছু ট্যাবলেট পাওয়া যায়, সেগুলো খেতে
হবে। বেশিরভাগ ক্ষেত্রেই এই পদ্ধতি ভাল কাজে দেয়।
ওমেগা- থ্রি(৩) ফ্যাটি অ্যাসিড চুল পড়া
রোধে খুব কার্যকর। সাধারনত বিশেষ ধরনের মাছে এই উপাদানটি থাকে। তবে আমাদের
দেশে এসব স্যামন, ম্যাকারেল মাছ পাওয়া যায় না। প্রচুর পরিমাণে ওমেগা-থ্রি
(৩) ফ্যাটি অ্যাসিড তিশির তেলে পাওয়া যায় আর এই তেল স্থানীয় বাজারেই
পেয়ে যাবেন। মনে রাখবেন, এই তিশির তেল কিন্তু মাথায় লাগানোর জন্য নয়।
অথবা রান্নায় ব্যাবহার করার জন্যও নয়। প্রতিদিন ২ চা চামচ তিশির তেল
সালাদের সাথে মিশিয়ে খেতে হবে। তাহলে আপনার চুল পড়া অনেক কমে আসতে পারে।
যাদের চুল পড়ে যাচ্ছে, তারা চেষ্টা করবেন চুলে কেমিক্যাল জাতীয় পণ্য কম ব্যবহার করতে। চটকদার বিজ্ঞাপনে বিভ্রান্ত হবেন না।